নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লিতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর গুলিতে খুন হলেন দিল্লি পুলিশের একজন মহিলা সাব-ইনস্পেক্টর। শুক্রবার রাতে রোহিনী পূর্ব মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পায়ে হেঁটে বাড়িতে ফিরছিলেন মহিলা সাব-ইনস্পেক্টর প্রীতি আহালওয়াত। সেই সময় আচমকাই অজ্ঞাতপরিচয় একজন দুষ্কৃতী মহিলা সাব-ইনস্পেক্টর প্রীতিকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপর ওই দুষ্কৃতী পালিয়ে যায়। চাঞ্চল্যকর এই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ সূত্রের খবর, প্রতাপগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল এলাকা পুলিশ স্টেশনে পোস্টিং ছিল মহিলা সাব-ইনস্পেক্টর প্রীতির। শুক্রবার রাতে রোহিনী এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। পুলিশ সূত্র্রের খবর, পরিবারের সদস্যদের সঙ্গে রোহিনীর সেক্টর ৮ এলাকায় থাকতেন প্রীতি।
তদন্তকারী জানিয়েছেন, প্রতাপগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল এলাকা পুলিশ স্টেশনে কর্মরত ছিলেন প্রীতি। শুক্রবার রাত ৮.৩০ মিনিট নাগাদ থানা থেকে বেরিয়ে ছিলেন প্রীতি, তখন তিনি পুলিশের পোশাকে ছিলেন না। রাত তখন ৯.৩০ মিনিট হবে, রোহিনী পূর্ব মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পায়ে হেঁটে বাড়িতে ফিরছিলেন ২৬ বছর বয়সি মহিলা সাব-ইনস্পেক্টর প্রীতি। মেট্রো স্টেশন থেকে ৫০ মিটার হাঁটার পর, আচমকাই অজ্ঞাতপরিচয় একজন দুষ্কৃতী তাঁর পথ রুখে দাঁড়ায়, তৎক্ষণাৎ পিস্তল বের করে ওই মহিলা সাব-ইনস্পেক্টর প্রীতিকে লক্ষ্য করে গুলি চালায় ওই আততায়ী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপর ওই দুষ্কৃতী পালিয়ে যায়। আততায়ীর সন্ধানে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।