নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদকে যে কোনও ভাবেই রেয়াত করা যাবে না, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।
শনিবার রাজধানী দিল্লির হায়দরাবাদ হাউজে ভারত সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দ্রা রাজাপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সন্ত্রাসবাদ সব থেকে বড় বিপদ তা দুই দেশই মনে করে। শক্ত হাতে এর মোকাবিলা করা প্রয়োজন বলে জানান তিনি। পাশাপাশি ইস্টারের দিন দ্বীপ রাষ্ট্রে একাধিক সন্ত্রাসবাদী হামলা যে আদতে মানবতা বিরোধী, তাও মনে করিয়ে দিয়েছেন।
সন্ত্রাসবাদ দমনে শ্রীলঙ্কার পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেবে ভারত। পাশাপাশি দুই দেশের গুপ্তচর সংস্থাগুলি সন্ত্রাসবাদ দমনে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করবে বলে দ্বিপাক্ষিক বৈঠকে সম্মত হয়েছে ভারত। দুই দেশের মধ্যে পর্যটন, বাণিজ্য সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিবেশী এই দ্বীপরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও বেশি জোরদার করতে তৎপর ভারত।
উল্লেখ করা যেতে পারে এদিন সকালে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন রাজাপক্ষে। দুই দেশের মধ্যে উন্নয়ন এবং প্রতিরক্ষা ক্ষেত্রে জোরদার করতেই রাজাপক্ষের ভারতে আসা। উল্লেখ করা যেতে পারে প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ভারত সফরে এসেছেন রাজাপক্ষে।