নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): সংবাদের শিরোনামে উঠে এলেন আম আদমি পার্টি (আপ)-র প্রাক্তন বিধায়ক এবং এবারের দিল্লি বিধানসভা নির্বাচনের কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা| অলকা লাম্বার বিরুদ্ধে আম আদমি পার্টির একজন কর্মীকে চড় মারার অভিযোগ উঠেছে| এই ঘটনার প্রেক্ষিতে আপ নেতা সঞ্জয় সিং জানিয়েছেন, নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো আমার|
দিল্লির সর্বত্রই শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চললেও, মঞ্জু কা টিলা এলাকায় বিবাদে জড়িয়ে পড়েন আপ এবং কংগ্রেস কর্মীরা| বচসা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়| অভিযোগ, আম আদমি পার্টির একজন কর্মীকে চড় মারার চেষ্টা করেন চাঁদনি চক বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা| এরপরই গণ্ডগোল শুরু হয়| কংগ্রেসের অভিযোগ, অলকা লাম্বার ছেলেকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ওই আপ কর্মী| এরপরই চড় মারতে যান অলকা| পুলিশ ওই আপ কর্মীকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়| পরে গ্রেফতার করেছে| আপ নেতা সঞ্জয় সিং জানিয়েছেন, এই ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে| অন্যদিকে, অলকা লাম্বা জানিয়েছেন, ‘পোলিং বুথ থেকে বেরোনো মাত্রই, আমি দেখতে পাই কয়েকজন আপ কর্মী পুলিশের সঙ্গে তর্ক করছে। সেই সময় আপ কর্মী হরমেশ আমাকে উদ্দেশ্য করে অবাঞ্ছিত ভাষায় কথা বলে। অবিলম্বে ওই আপ কর্মীকে গ্রেফতার করার জন্য পুলিশকে ধন্যবাদ।‘