কাটিহার, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : ‘জন-গণ-মন ‘ যাত্রায় সিপিআইয়ের যুব নেতা কানহাইয়া কুমারকে উদ্দেশ্য উড়ে এল জুতো। উঠল “ফিরে যাও স্লোগান”। শুক্রবার বিহারের কাটিহারে ঘটে এই ঘটনা | যদিও পুলিশবাহিনীর সক্রিয়তায় বড় বিপদের হাত থেকে রক্ষা পান সিপিআইয়ের ওই যুব নেতা |
দলীয় সূত্রে খবর, সিএএ আর এনআরসি বিরোধী প্রতিবাদের সুর চড়াতে ‘জন-গণ-মন ‘ যাত্রার ডাক দিয়েছেন কানহাইয়া কুমার। ৩০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই যাত্রায় পা মিলিয়ে এদিন তিনি কাটিহার পৌঁছন কানহাইয়া। শুক্রবার দুপুরে কাটিহারের রাজেন্দ্র স্টেডিয়ামে একটি জনসভা ছিল জেএনইউ’র ওই প্রাক্তন ছাত্র নেতার। তারপরেই ভাগলপুরের পথে তাঁকে উদ্দেশ্য করে পোস্টার দেখানো হয়। উড়ে আসে জুতো। উঠল “ফিরে যাও স্লোগান”। যদিও সেই সময় উপস্থিত পুলিশবাহিনীর সক্রিয়তায় বড় বিপদের হাত থেকে রক্ষা পান সিপিআইয়ের ওই যুব নেতা দাবি ভাগলপুর পুলিশের।