নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): ‘টিউবলাইট’ খোঁচার পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাল্টা আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাহুল গান্ধীর খোঁচা, ‘প্রধানমন্ত্রীর মতো আচরণই করেন না মোদী|’ শুক্রবার সংসদের বাইরে সাংবাদিকদের রাহুল গান্ধী বলেছেন, ‘সাধারণত, একজন প্রধানমন্ত্রীর বিশেষ মর্যাদা থাকে, প্রধানমন্ত্রীর আচরণেও বিশেষ পদ্ধতি রয়েছে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর মধ্যে এম কোনও গুণই নেই|’ এরপরই রাহুল গান্ধীর খোঁচা, ‘প্রধানমন্ত্রীর মতো আচরণই করেন না মোদী|’
বৃহস্পতিবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় রাহুল গান্ধীকে তীক্ষ্ন খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘অনেক টিউবলাইট এমনই হয়|’ প্রধানমন্ত্রীর ‘টিউবলাইট’ খোঁচার প্রেক্ষিতে শুক্রবার রাহুলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সংসদে আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না, আমার কণ্ঠরোধ করা হচ্ছে|