BRAKING NEWS

অরবিন্দ কেজরিওয়ালকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : ট্যুইটারে ভিডিও পোস্ট করে বিপাকে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল | তাঁকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন | বিজেপির দায়ের করা অভিযোগের ভিত্তিতে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন | শনিবার বিকেল ৫টার মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে।

গত ৩ ফেব্রুয়ারি ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেন কেজরিওয়াল | অরবিন্দ কেজরিওয়ালের পোস্ট করা ভিডিওতে তাঁকে দাবি করতে দেখা গিয়েছে, বিরোধী দল এবং তাঁদের প্রতি বিশ্বস্ত সংবাদমাধ্যম বিধানসভা নির্বাচনে জয়ে সাম্প্রদায়িকতার রাজনীতিতে বেশি উৎসাহী যেখানে, শহরের উন্নয়ন সুনিশ্চিত করতে চায় আপ সরকার।

এরপরই ৪ ফেব্রুয়ারি বিজেপি অভিযোগ দায়ের করে আপ সুপ্রিমোর বিরুদ্ধে | বিজেপির অভিযোগে বলা হয়েছে, “আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে বর্তমান মত পার্থক্য উস্কে/পারষ্পরিক ঘৃণা তৈরি করে/বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা তৈরি করে ভোট আদায়ের” লক্ষ্যে ভিডিওটি আপলোড করা হয়েছে।

এরপরই তাঁকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন | দিল্লির মুখ্যমন্ত্রীকে পাঠানো নোটিশে ভিডিওর পুরো অংশটি লিখিত আকারে যোগ করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভিডিওটির প্রাথমিক পর্যবেক্ষণে, মনে হয়েছে, এটির “সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং সামাজিক ও ধর্মীয় মতপার্থক্য উস্কে দিতে পারে”। শনিবার বিকেল ৫টার মধ্যে অরবিন্দ কেজরিওয়ালকে  জবাব দিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *