নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : বৃহস্পতিবার নির্বাচন কমিশন আম আদমি পার্টির নেতা ও রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকে তাঁর বক্তব্যের কারণে নোটিশ জারি করেছে। নির্বাচন কমিশনের তরফে তাঁকে নোটিশে বলা হয়েছে যে শুক্রবার দুপুরে তাঁর বক্তব্যে পরিস্থিতি স্পষ্ট করতে।
এক সাক্ষাত্কারে সঞ্জয় সিং বলেন, ভারতীয় জনতা পার্টি যে পরিস্থিতি উত্থাপন করছে তা বড় ধরনের হৈ চৈ শুরু করতে পারে। বিজেপি-র অভিযোগের ভিত্তিতে নোটিশ জারি করা হয়েছে। কমিশন যাচাই করেনি। এমন তথ্যের ভিত্তিতে বিরোধী দলকে দোষারোপ করা আচরণবিধির আদর্শ আচরণের জন্য দায়ী করেন তিনি। কমিশন তার নোটিশে সঞ্জয় সিংকে শুক্রবার দুপুর ১২ টার মধ্যে তাঁর অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে।