BRAKING NEWS

ভুটান ভ্রমণে যেতে চালু হচ্ছে প্রবেশ-মাশুল

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : যারা আগামীদিনে ভুটান ভ্রমণে যেতে ইচ্ছুক, তাঁদের জন্য চালু হচ্ছে ‘সাস্টেনেবেল ডেভলপমেন্ট ফি’ (এসডিএফ)|

 এতদিন ভারতীয়দের জন্য ভুটান ভ্রমণে কোনও রকম এন্ট্রি ফি দিতে হতো না। সম্প্রতি ভুটান সরকার একটি বিল এনেছে। সেই বিল অনুযায়ী এই বছরের পয়লা জুলাই থেকে প্রত্যেক ভারতীয় প্রাপ্ত বয়স্ক পর্যটকদের এসডিএফ হিসেবে প্রতিদিন ১২০০ টাকা এবং নাবালক ভারতীয় পর্যটকদের প্রতিদিন ৬০০ টাকা করে দিতে হবে।

উল্লেখ্য, ভুটানের মোট ২০ টি জেলার মধ্যে মাত্র ৯ টি জেলার ক্ষেত্রে এই বিল প্রয়োগ করা হবে। বাকি ১১ টি জেলার ক্ষেত্রে এই বিল কার্যকর হবে না। অর্থাৎ এই ১১টি জেলা ভ্রমণে ভারতীয় পর্যটক দের কোনও এসডিএফ দিতে হবে না।

একটি ভালো খবরের বার্তা রয়েছে এই বিলে। ভুটানের দুটি সীমান্ত গেলেফু (আসামের নিউ বঙ্গাইগাও এর নিকটে)এবং সামদ্রূপজঙখা (গুয়াহাটি) খুলে দেওয়া হচ্ছে। প্রখ্যাত ভ্রমণলেখক চিন্ময় চক্রবর্তী-র ‘শান্ত ড্রাগনের দেশ’ নামক বই থেকে জানা যায়, এই সামদ্রূপজঙখা হয়ে অসমে আসার পারমিট পাওয়া খুবই কঠিন ছিল। বলতে গেলে, সাধারণ পর্যটকদের কাছে সেটা এক প্রকার অসম্ভবই ছিল। সেই অসম্ভব আজ সবার জন্য খুলে যাচ্ছে। মোদ্দা কথায়, ভারতীয় পর্যটকদের কাছে ভুটানের এক নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। সেটাই আমাদের লাভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *