BRAKING NEWS

অনন্ত কুমার হেগড়েকে ‘রাবণের সন্তান’ বলে কটাক্ষ অধীরের

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): গান্ধীজি বিতর্কে বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগড়েকে ‘রাবণের সন্তান’ বলে কটাক্ষ করেন অধীররঞ্জন চৌধুরি । মঙ্গলবার, সংসদে দাঁড়িয়ে বিজেপির সাংসদকে ‘রাবণের সন্তান’ বলে কটাক্ষ করেন অধীর চৌধুরী। পাল্টা আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ  যোশী |  

দিনকয়েক আগে বেঙ্গালুরুতে এক জনসভায় বিজেপি নেতা মহাত্মা গান্ধীর স্বাধীনতা সংগ্রামকে ‘নাটক’ বলেছিলেন বলে অভিযোগ । যা নিয়ে আজ সংসদে সরব হন অধীররঞ্জন চৌধুরি । এদিন সংসদে দাঁড়িয়ে বিজেপির সাংসদকে ‘রাবণের সন্তান’ বলে কটাক্ষ করেন অধীর চৌধুরী। তিনি বলেন, “যে বা যাঁরা গান্ধীজির মতো জাতির জনককে এই ধরণের ভাষায় অপমান করতে পারে, সে বা তাঁরা রাবণের সন্তান ছাড়া কেউ হতে পারে না ।”

পরে হেগড়ের মন্তব্যের প্রতিবাদ করে কংগ্রেস সংসদ ত্যাগ করে। অধীর চৌধুরী বলেন, ‘‘এই প্রতিবাদ শান্তিপূর্ণ ভাবে করা হয়েছে। সমস্ত প্রতিবাদ করা হয়েছে মহাত্মা গান্ধির নীতি মেনে। যে মহাত্মা গান্ধিকে সারা পৃথিবীকে পুজো করা হয়, সেই মহাত্মা গান্ধীকে অপমান করা হয়েছে। ওঁরা রাবণের সন্তান। ওঁরা রামের উপাসককে অপমান করছেন।”

কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ  যোশী জানিয়েছেন, ‘‘এরা অকারণে ইস্যু তৈরি করছে। ওই সংশ্লিষ্ট সদস্য জানিয়েছেন, উনি এমন কোনও কথা বলেননি। আমরা বিজেপিরাই প্রকৃত গান্ধী ভক্ত। ওরা নকল গান্ধী মানে সোনিয়া ও রাহুল গান্ধীর ভক্ত।”

এদিকে, জাতির জনক মহাত্মা গান্ধীর বিরুদ্ধে কিছু বলেননি বলে মঙ্গলবার দাবি করেছেন বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ে । পাশাপাশি এই সংক্রান্ত সংবাদমাধ্যমের রিপোর্টকে ভুয়ো বলে দাবি করেছেন তিনি। বলেন, বিষয়টি অযথা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। নিজের বক্তব্যে কোনও রাজনৈতিক দল এবং মহাত্মা গান্ধীকে অসম্মান করেননি তিনি। হেগড়ের সাফ দাবি তিনি শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে চেয়েছিলেন। অনন্ত কুমারের মতে ওইদিন স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকারের জীবনী শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন। সেখানে তিনি শুধুমাত্র ভারতের স্বাধীনতা সংগ্রাম নিয়ে আলোচনা করছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *