সাংলি(মহারাষ্ট্র), ৩ ফেব্রুয়ারি (হি.স.) : নিয়ন্ত্রণ হারিয়ে কুয়োতে গিয়ে পড়ল গাড়ি। নিহত পাঁচ। পাশাপাশি গুরুতর জখম এক। সোমবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনাটি মহারাষ্ট্রের সাংলি জেলার পারেকর ওয়াডি গ্রামে ঘটেছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তের পর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে গাড়িটি বেপরোয়া গতিতে থাকার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে গাড়িটি উল্টে গিয়ে রাস্তার ধারে থাকা কুয়োয় গিয়ে পড়ে। পারেকর ওয়াডি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর দেওয়া পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা পাঁচজনকে মৃত বলে ঘোষণা করে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে একজন।