নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩১ জানুয়ারি৷৷ ত্রিপুরার আর্ট সোসাইটি অনুমোদিত উত্তর জেলার কদমতলা আর্ট সুকলের উদ্যোগে ২ দিনব্যাপী চিত্র প্রদর্শনী ও কারুশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়৷ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ২ দিনব্যাপী চিত্র প্রদর্শনী ও কারুশিল্প প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন উত্তর জেলার সহকারি জেলা সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ৷ তাছাড়া উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রতা দেব, কদমতলা আর্ট সুকলের কর্ণধার সুরজ ঘোষ প্রমূখ৷ প্রদীপ প্রজ্জ্বলনের পর কদমতলা আর্ট সুকলের ছাত্রছাত্রীরা একটি উদ্বোধনী সংগীত পরিবেশন করে৷ পরিবেশন করা হয় নৃত্য,গান ও আবৃত্তি৷ তাছাড়া কদমতলা আর্ট সুকলের সকল ছাত্র-ছাত্রীদের হাতে উপস্থিত অতিথিরা সুকলের পক্ষ থেকে সার্টিফিকেট তুলে দেন৷ পাশাপাশি উপস্থিত অতিথি ও অভিভাবকগণ চিত্রশিল্পী প্রদর্শনী ও কারুশিল্প প্রদর্শনী ঘুরে ঘুরে প্রত্যক্ষ৷ তবে প্রথমবারের মতো কদমতলা এলাকায় চিত্রশিল্প প্রদর্শনী ও কারুশিল্প প্রদর্শনী হওয়াতে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক ও সাধারন জনগন অনেকটাই আনন্দিত৷
এদিকে কদমতলা আর্ট সুকলের কর্ণধার সুরজ ঘোষ জানান,উনার সুকলে মোট ২৫০ জন ছাত্রছাত্রী রয়েছে, শিক্ষক ৫ জন৷অনেক আর্থিক প্রতিকূলতার মধ্য দিয়ে টানা ১৯ বছর যাবত ত্রিপুরা আর্ট সোসাইটি অনুমোদিত কদমতলা আর্ট সুকলটি চালিয়ে যাচ্ছেন৷সুরজ ঘোষ আরো জানান,২ দিনব্যাপী চিত্রশিল্প ও কারুশিল্প প্রদর্শনীতে উনার সুকলের সকল ছাত্রছাত্রীরাই অংশগ্রহণ করেছে৷সর্বমোট ১ হাজার চিত্র ও কারু শিল্প প্রদর্শনীর জন্য তুলে ধরা হয়েছে৷তার মধ্যে রয়েছে পেপার আর্ট,ক্রাফট ওয়ার্ক,ক্যানভাস ও পেইন্টিং এর উপর নানা প্রদর্শনী৷তবে প্রথমবারের মতো চিত্র প্রদর্শনী ও কারুশিল্প প্রদর্শনী আয়োজন করে উনি ভালই সাড়া পেয়েছেন৷
অপরদিকে এই অনুষ্ঠানের উদ্বোধক তথা উত্তর জেলার সহকারি জেলা সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ জানান, কদমতলা আর্ট সুকলের কর্ণধার তথা শিক্ষকের এরকম প্রয়াসে প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীদের প্রতিভা ফুটে উঠেছে৷ সংসৃকতিকে বাঁচাতে এরকমের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়৷