নির্ভয়া মামলা : ফাঁসিকাঠের ভারবহনের ক্ষমতা যাচাই চলছে তিহার সংশোধনাগার

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.) : আর মাত্র কয়েকদিন । আর কোনও বাধা না এলে আগামী ১ ফেব্রুয়ারি সকাল ছ’টায় ফাঁসি দেওয়া হবে নির্ভয়া গণধর্ষণ ও হত্য়ায় দোষী সাব্যস্ত চার অপরাধীর। প্রস্তুতি চলছ তিহার সংশোধনাগারেও ।

২০১২-র ১৬ ডিসেম্বরের রাতে রাজধানীর বুকে প্যারামেডিকেল ছাত্রীকে ৬ জনের ধর্ষণের পর চলন্ত বাস থেকে ছুঁড়ে ফেলে দেওয়া, হাসপাতালে তাঁর দাত চাপা লড়াইয়ের পর মৃত্যু গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। সেই নারকীয় অত্যাচারে দোষীদের মৃত্যুদণ্ড হলেও তা আজও কার্যকর হয়নি আইনি জটিলতায়। আদালতের সর্বশেষ নির্দেশানুসারে ১ ফেব্রুয়ারি সকাল ৬টায় তিহার জেলে ফাঁসি হওয়ার কথা চার অপরাধী বিনয় কুমার শর্মা (২৬)মুকেশ সিং (৩২), অক্ষয় ঠাকুর  (৩১) ও  পবন কুমার গুপ্তার (২৫) ।

দীর্ঘ সাত বছরে একাধিক পিটিশন, রিভিউ পিটিশন, কিউরেটিভ পিটিশন, প্রাণভিক্ষার আর্জি সব পেরিয়ে শেষমেশ মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর ও পবন গুপ্তাকে । প্রস্তুতি চলছ তিহার সংশোধনাগারেও । বক্সার থেকে দড়ি আনানো হয়েছে । ফাঁসিকাঠ থেকে প্রায় ১ ঘণ্টা করে ১০০  কেজি বালির বস্তা ঝুলিয়ে যাচাই করে নেওয়া হচ্ছে ভারবহনের ক্ষমতা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *