উন্নয়নের প্রশ্ণে পরিবর্তনকে গ্রহন ,করার পরামর্শ দিলেন উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি৷৷ পরিবর্তন বারবারই অস্বস্তিকর হয়৷ কিন্ত এক জায়গায় দাঁড়িয়ে থাকলে উন্নয়ন সম্ভব নয়৷ তাই, উন্নয়নের প্রশ্ণে পরিবর্তনকে গ্রহন করার পরামর্শ দিলেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ তাঁর কথায়, বানিজ্যের প্রসার এবং স্বচ্ছতা সুনিশ্চিত করার জন্যই নতুন পোর্টাল চালু করা হল৷ তাঁর দাবি, ২০১৯-২০ অর্থ বছরে এখন পর্যন্ত ২০ কোটি ৫৪ লক্ষ টাকার বানিজ্য হয়েছে৷ ওই পোর্টাল ছোট ও মাঝারি ব্যবসায়ীদের বানিজ্যের প্রসার বৃদ্ধি করবে৷


এদিন প্রজ্ঞা ভবনে গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেস(জেইএম) সংবাদ শীর্ষক অনুষ্ঠানে আংশ নিয়ে উপমুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় কথা থেকে পন্য সামগ্রী আসছে এবং কোথায় বিক্রি হচ্ছে, সরকার অনেক ক্ষেত্রেই অবগত নয়৷ তাই, স্বচ্ছতার প্রশ্ণে এ-ধরনের উদ্যোগ খুব প্রয়োজনিয়৷ তাঁর কথায়, সারা দেশে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে৷ তিনি বলেন, এখন ই-বাজারের যুগ৷ যুগের সাথে তাল মিলিয়েই চলতে হবে৷ তাই, একটি পোর্টাল চালু করা হয়েছে৷ তাতে আপনারা সবাই অংশগ্রহণ করুন, ব্যবসায়ীদের উদ্দেশ্যে আবেদন রাখেন তিনি৷


উপমুখ্যমন্ত্রী বলেন, জীবন পরিবর্তনশীল৷ উন্নয়নও পরিবর্তনেই সম্ভব৷ তিনি বিদ্রুপ করে বলেন, যেভাবে চলছে চলুক, এই মানসিকতায় উন্নয়ন সম্ভব নয়৷ অবশ্য, পরিবর্তন অনেকের কাছে ভীষণ অস্বস্তিকর হয়ে দাঁড়ায়ঊ তিনি বলেন, ত্রিপুরায় সরকার বদল হওয়ার পর শিক্ষায়, রেগায় অনেক পরিবর্তন আনা হয়েছে৷ তাতে, শুরুতে অনেকের আপত্তি ছিল৷ কিন্ত, সময় যত পেরিয়েছে মানুষ পরিবর্তনের সুফল টের পাচ্ছেন৷ তাঁর কথায়, সামনের দিকে এগিয়ে যেতে হবে৷ এক জায়গায় দাঁড়িয়ে থাকলে উন্নয়ন কোনভাবেই সম্ভব নয়৷


তিনি জানান, ত্রিপুরায় ২০১৯-২০ অর্থ বছরে ২০ কোটি ৫৪ লক্ষ টাকার বানিজ্য হয়েছে৷ তাতে স্পষ্ট, বানিজ্যে শ্রীবৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে ত্রিপুরায়৷ ওই পোর্টাল সারা দেশ তথা বহির্বিশ্বের কাছে ত্রিপুরার দ্বার উন্মুক্ত করে দেবে৷ মূলত, সরকারি ক্রয়ের ক্ষেত্রে জেইএম গুরুত্বপূর্ন ভূমিকা নেবে, আশা প্রকাশ করে বলেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *