গুয়াহাটি, ২৩ জানুয়ারি (হি.স.) : রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ পাশ হওয়ার পর ‘গত ১১ ডিসেম্বরের আগে ও পরে গুয়াহাটিতে সংগঠিত আন্দোলনকে হিংসাত্মক রূপ দেওয়ার মূল হোতা’ অসম প্রদেশ যুবকংগ্রেস সভাপতি কামরুল ইসলাম চৌধুরীকে গ্রেফতার করেছে দিশপুর পুলিশ।
বৃহস্পতিবার বিকেল প্রায় ৩-টা নাগাদ অসম প্ৰদেশ যুবকংগ্ৰেস সভাপতি চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। গত ১১ ডিসেম্বর নাগরিকত্ব (সংশোধনী) আইন (সিএএ)-এর বিরুদ্ধে সংগঠিত আন্দোলনকে হিংসার রূপ দিয়েছিলেন কামরুল। গুয়াহাটির দিশপুরে সেদিন পুলিশের ব্যারিকেড ও পুলিশশেড ভাঙচুর, বিশাল মব নিয়ে জনতা ভবনে অগ্নিসংযোগের চেষ্টা, গণেশগুড়িতে হাঙ্গামা, পাঞ্জাবাড়িতে শংকরদেব কলাক্ষেত্রে হামলা ইত্যাদি নানা হিংসা ছড়ানোর মূল অভিযুক্ত ছিলেন প্রদেশ যুবকংগ্রেস সভাপতি কামরুল ইসলাম চৌধুরী। ওই সব অভিযোগের ভিত্তিতে দিশপুর পুলিশ কামরুলের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল। আজ ওই মামলার জামিন চেয়ে তিনি থানায় আসলে গ্রেফতার করা হয় তাকে।
জানা গেছে, গ্রেফতার করে যুবকংগ্রেসের প্রদেশ সভাপতি কামরুল ইসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশের বিভিন্ন পদমর্যাদার গোয়েন্দা অফিসাররা। তাঁর সঙ্গে কোনও জিহাদি-যোগ রয়েছে কি না, সেই বিষয়ও যাচাই করছেন তদন্তকারী পুলিশ অফিসাররা। খবর, আগামীকাল বিচারবিভাগীয় আদালতে পেশ করে কামরুলকে নিজেদের জিম্মায় চাইবে পুলিশ।
এখানে উল্লেখ করা যেতে পারে, দিশপুরে সেদিন প্ৰতিবাদী হিংসাত্মক কর্মসূচির পর এক সংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা কামরুল ইসলাম চৌধুরীর ফটো, ভিডিও দেখিয়ে দাবি করেছিলেন গোটা আন্দোলনের পেছনে তার প্রত্যক্ষ মদত রয়েছে। এবং তাকে এ সব কাজে ইন্ধন যোগাচ্ছে মৌলবাদী জিহাদিরা।