নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.)৷৷ নাগরিকত্ব (সংশোধনী) আইন (সিএএ) সম্পর্কে অসম ও ত্রিপুরার আবেদনগুলির পৃথকভাবে শুনানি গ্রহণ করবে সর্বোচ্চ আদালত৷ বুধবার সিএএ সম্পর্কে শুনানিকালে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে নেতৃত্বাধীন তিনজনের ডিভিশন বেঞ্চ৷
সর্বোচ্চ আদালতের জনৈক আইনজীবী এই তথ্য দিয়ে জানিয়েছেন, অসম এবং ত্রিপুরা সম্পর্কিত আবেদনগুলির আলাদা শুনানি গ্রহণ করবে আদালত৷ ওই আবেদনগুলির উত্তর দিতে দু সপ্তাহের সময় দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে৷ জবাব পাওয়ার পর ওই দুই রাজ্যের আবেদনগুলোর শুনানি গ্রহণ করবেন প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত তিন জনের ডিভিশন বেঞ্চ৷
তিনি আরও জানান, অসম এবং ত্রিপুরাকে বাদ দিয়ে বাকি আবেদনগুলোর উত্তর দিতে কেন্দ্রীয় সরকারকে চার সপ্তাহের সময় দেওয়া হয়েছে৷ আজ উচ্চতম আদালতের তিনজনের ডিভিশন বেঞ্চ সিএএ-এর পক্ষে এবং বিপক্ষে মোট ১৪৮টির মধ্যে ১৪৪টি আবেদনের শুনানি গ্রহণ করেছে৷ প্রসঙ্গত, প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের অন্য দুই সদস্য যথাক্রমে বিচারপতি আবদুল নাজির এবং বিচারপতি সঞ্জীব খান্না৷