BRAKING NEWS

একই রেশন কার্ডের মাধ্যমে দেশের যে কোনও জায়গা থেকে তোলা যাবে রেশন : রামবিলাস পাসোয়ান

নয়াদি‍ল্লি,  ২১ জানুয়ারি (হি. স.) : একই রেশন কার্ডের মাধ্যমে দেশের যে কোনও জায়গা থেকে তোলা যাবে রেশন । কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান জানিয়েছেন, আগামী ১ জুন থেকে দেশ জুড়ে চালু হবে এই প্রকল্প।

ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড নামে সরকার এই প্রকল্পটি চালু করবে বলে স্থির করেছে কিছুদিন আগে। মঙ্গলবার পাসোয়ান সাংবাদিকদের বলেন, “আমরা ১ জুন থেকে দেশ জুড়ে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্প কার্যকর করব। তখন কোনও ব্যক্তি একটিই রেশন কার্ডের সাহায্যে সারা দেশে রেশন তুলতে পারবেন।” এর আগে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রী পাসোয়ান বলেছিলেন, ১ জানুয়ারি থেকে ১২ টি রাজ্যে চালু হবে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্প। এর ফলে ওই ১২ টি রাজ্যে একই রেশন কার্ডের সাহায্যে রেশন তোলা যাবে। গত ৩ ডিসেম্বর পাসোয়ান বলেন, ২০২০ সালের ৩০ জুনের মধ্যে অবশ্যই দেশ জুড়ে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড চালু হবে।  ওই প্রকল্প চালুর জন্য দেশ জুড়ে রেশন কার্ডের একটি ‘স্ট্যান্ডার্ড ফরম্যাট’ তৈরি করা হয়েছে। এখন বিভিন্ন রাজ্যে রেশন কার্ডের নানা ফরম্যাট আছে। কেন্দ্রীয় সরকার সেগুলি বিবেচনা করে একটি সাধারণ ফরম্যাট তৈরি করেছে। রাজ্যগুলিকে বলা হয়েছে, নতুন রেশন কার্ড ইস্যুর সময় যেন ওই ফরম্যাট অনুসরণ করা হয়।রেশন কার্ডের নতুন ফরম্যাটে কার্ডের মালিক সম্পর্কে কিছু তথ্য থাকবে। এছাড়া সংশ্লিষ্ট রাজ্য সরকার চাইলে আরও কিছু তথ্য যোগ করতে পারবে। সারা দেশে যাতে ওই কার্ড ব্যবহার করা যায়, সেজন্য তাতে দু’টি ভাষা ব্যবহার করা হবে। স্থানীয় ভাষার পাশাপাশি থাকবে হিন্দি অথবা ইংরেজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *