BRAKING NEWS

মাতৃহন্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইলাকান্দি আদালত

হাইলাকান্দি (অসম), ২১ জানুয়ারি (হি.স.) : গর্ভধারিণী মাকে খুন করার দায়ে ঘাতক পূত্রকে যাবজ্জীবন  কারাদণ্ডে দণ্ডিত করেছে হাইলাকান্দির বিচারবিভাগীয় আদালত। মঙ্গলবার হাইলাকান্দির জেলা ও দায়রা আদালতের বিচারপতি দেবাশিস ভট্টাচার্য মাতৃঘাতক  বিলাল উদ্দিন বড়ভুইয়াঁ নামের এই মাতৃহন্তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করেছেন। দণ্ডপ্রাপ্ত বিলাল উদ্দিনের বিরুদ্ধে তার গর্ভধারিণী মাকে লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়ে খুন করার অভিযোগ ছিল। ২০১৮ সালের আগস্ট মাসে সংগঠিত এই খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার হাইলাকান্দির জেলা ও দায়রা বিচারপতি এই রায় দিয়েছেন।

আদালত সূত্রের খবরে জানা গেছে, হাইলাকান্দির লালা সার্কলের বিষ্ণুপুর গ্রামের জনৈক হাফসা খাতুন বড়ভুইয়াঁ (৬৫)-কে তার ছোট ছেলে বিলাল উদ্দিন বড়ভুইয়াঁ লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেছিল। ঘটনার মূলে  পারিবারিক কলহ ছিল বলে জানা গেছে। বীভৎস ওই খুনের ঘটনা প্রত্যক্ষ করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশ গ্রামে উপস্থিত হয়। লালা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে ঘাতক পূত্র বিলালকে গ্রেফতার করে। তার পর হাফসা খাতুনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাইলাকান্দির সন্তোষ কুমার রায় সিভিল হাসপাতালে  পাঠায়। হাফসা খাতুনের আরেক ছেলে তথা হত্যাকারী বিলালের সৎভাই হিলাল উদ্দিন বড়ভুইয়াঁ ঘটনার পরের দিন তার মায়ের হত্যার বিবরণ জানিয়ে বিলাল উদ্দিন বড়ভুইয়াঁকে অভিযুক্ত করে লালা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগের ভিত্তিতে এক মামলা রুজু করে তদন্তে নেমে সেই লাঠিটি যা দিয়ে বিলাল উদ্দিন তার গর্ভধারিণী মাকে পিটিয়ে হত্যা করেছিল।

এর পর মামলা আদালতে চলতে থাকে। মামলা চলাকালে পুলিশ অফিসার বিজয় রায় এবং চিকিৎসক মিলিয়ে মোট নয় জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত।  তার পর হাইলাকান্দির জেলা ও দায়রা বিচারপতি দেবাশিস ভট্টাচার্য আজ মাতৃহন্তা বিলাল উদ্দিন বড়ভুইয়াঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। সেই সঙ্গে আরও দশহাজার টাকা জরিমানা করেছেন তিনি। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভুগতে হবে সাজাপ্রাপ্তকে।

এই মামলার সরকার পক্ষের কৌসুঁলি ছিলেন আইনজীবী উজ্জ্বল কুমার দাস এবং আসামী পক্ষের কৌঁসুলি ছিলেন আরইউ বড়ভূইয়াঁ। লোমহর্ষক এই হত্যা মামলার রায় বেরোনোর পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জেলা জুড়ে। এদিকে মামলাকারী হিলাল উদ্দিন বড়ভুইয়াঁ আদালতের রায়ে সন্তোষ ব্যক্ত করেছেন। খুনির সাজা হওযায় তাঁর মায়ের আত্মা শান্তি পাবে বলে মন্তব্য করেছেন হিলাল উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *