লন্ডন, ১৯ জানুয়ারি (হি.স.): এ যেন ইতিহাসের পুনরাবৃত্তিহয়। লন্ডনে রাজপরিবারে ডায়না পর ছেলে হ্যারি ও স্ত্রী মেগান ত্যাগ করলেন রাজ উপাধি। ছাড়লেন পরিবারকেও। রাজকোষ থেকে টাকা নেওয়া বন্ধ করে দিয়েছেন বেশ কিছুদিন আগেই। ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথের নাতি ও নাতবউ অব্যাহতি নিলেন ব্রিটেনের রাজকীয় দায়িত্ব থেকে।
আগেই অবশ্য জানানো হয়েছিল রাজপরিবার ত্যাগ করলে ত্যাগ করতে হবে উপাধিও সেই মতই রাজি হয়েছিলেন হ্যারি ও তার স্ত্রী মেগান। এক বিবৃতিতে রানী দ্বিতীয় এলিজাবেথ জানিয়েছেন, “অনেকদিন ধরেই আলোচনার পর আমার পৌত্র ও তার পরিবারের জন্য গঠনমূলক ও সহযোগিতামূলক পথ বের করতে পারায় আমি খুশি। গত দু’বছর ধরে তারা যে সমস্যার মুখোমুখি হয়েছে এবং কঠোর ভাবে তার উপর আলোকপাত করা হয়েছে তা আমি বুঝতে পেরেছি ওদের জীবনের স্বাধীনতা কামনা করি”।
এর আগে রাজ পরিবার থেকে মুক্তি চেয়েছিলেন হ্যারির মা ডায়নাও। চেয়েছিলেন প্রিন্স চার্লসের সঙ্গে বিবাহ বিচ্ছেদও। পাপারাত্জিদের কর্মকাণ্ডের ফলে তাদের জীবনে গোপনীয়তা প্রায় ছিল না বললেই চলে। এ ক্ষেত্রেও বেশ কিছুদিন ধরে তাদের ব্যক্তিগত জীবন ও চলাফেরা ছাপা অক্ষরে বেরোচ্ছিল বিভিন্ন পত্রপত্রিকায়। যার ফলে খানিকটা বিরক্তি থেকে হতাশ হয়ে পড়েছিলেন হ্যারি ও তার স্ত্রী। সেই মতই মুক্তি চেয়েছিলেন এই নজরদারি থেকে। মামলা করেছিলেন বিভিন্ন পত্র-পত্রিকার বিরুদ্ধে।
পরিবারের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, “সেনাবাহিনীতে আর রাজপরিবারের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন না। এমনকি উইন্ডসর ক্যাসেল রক্ষণাবেক্ষণের জন্য তারা যে করদাতাদের দেওয়া ২৪ লক্ষ পাউন্ড খরচ করেছিলেন সেই অর্থ তাদের ফেরত দিতে হবে।”