সাংবিধানিক কর্তব্য সম্পর্কে অবগত হওয়া উচিত মমতার, কটাক্ষ নাকভির

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.) : জাতীয় জনসংখ্যা পঞ্জির(এনপিআর) বৈঠকে যোগ না দেওয়ার ঘোষণা করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দায় মুখর হলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়কমন্ত্রী মুক্তার আব্বাস নাকভি। সাংবিধানিক কর্তব্য কি, তা জানা উচিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়কমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা মুক্তার আব্বাস নাকভি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি গোটা দেশের নেত্রী নন। ফলে তার সাংবিধানিক কর্তব্য সম্পর্কে অবগত হওয়া উচিত।

উল্লেখ করা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে ১৭ জানুয়ারি তিনি রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত এনপিআরের বৈঠকে যোগ দেবেন না। সেই প্রেক্ষিতে মুক্তার আব্বাস নাকভির এমন মন্তব্য।

জেএনইউতে পড়ুয়া আন্দোলন সম্পর্কে বলতে গিয়ে মুক্তার আব্বাস নাকভি জানিয়েছেন, পড়ুয়া বিক্ষোভ ভাল জিনিস। কিন্তু তা কোনও ভাবেই অরাজক আন্দোলনে পরিণত হতে পারে না।

জঙ্গি যোগের অভিযোগে রাজ্য পুলিশের ডিএসপি দাভিন্দ্র সিংয়ের গ্রেফতার নিয়ে কংগ্রেসের নেতিবাচক মন্তব্যকে পাল্টা কটাক্ষ করে তিনি জানিয়েছেন, এই সেই কংগ্রেস দল যারা ওসামা বিন লাদেনের মৃত্যু নিয়ে কান্নাকাটি করত। জঙ্গি নেতা এবং তাদের কার্যকারিতাকে সমর্থন করার ইতিহাস কংগ্রেসের রয়েছে। পাকিস্তানের গণকণ্ঠে পরিণত হয়েছে কংগ্রেস।