তিরুবনন্তপুরম, ১৬ জানুয়ারি (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইন(সিএএ) সহ একাধিক বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে তরজায় জড়ালেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান।
সিএএ নিয়ে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে গিয়েছে কেরলের রাজ্য সরকার। গোটা বিষয়টি তাঁকে অন্ধকারেই রেখেই করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। এদিন তিনি বলেন, ‘রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে কোন সমস্যা নেই। কিন্তু প্রথমে রাজ্য সরকারকে জানানো উচিত ছিল। সাংবিধানিক প্রধান হওয়া সত্বেও বিষয়টি আমায় সংবাদপত্র পড়ে জানতে হয়েছে। আমি রাবার স্ট্যাম্প নই।’
কেরল সরকারকে তীব্র কটাক্ষ করে তিনি জানিয়েছেন, এতে করে সৌজন্য এবং প্রোটোকল(নিয়মভঙ্গ) করা হয়েছে। হুঁশিয়ারি দিয়ে দিয়ে আরিফ মহম্মদ খান জানিয়েছেন, রাজ্যপালের সম্মতি ছাড়া রাজ্য সরকার আদৌ সুপ্রিম কোর্টে যেতে পারে কিনা তা খতিয়ে দেখা হবে।
উল্লেখ করা যেতে পারে সম্প্রতি সিএএ-র বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে কেরল বিধানসভা প্রস্তাব পাশ করিয়েছে কেরলের এলডিএফ সরকার।
রাজ্যে স্বয়াত্বশাসনের ফাইলের সই করা নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে সেই সম্পর্কে বলতে গিয়ে আরিফ মহম্মদ খান জানিয়েছেন, বিষয়টি নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তার রয়েছে।

