দিল্লি বিধানসভা নির্বাচন : কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে কথা আরজেডি-র

পাটনা, ১৪ জানুয়ারি (হি.স.): দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট গড়া নিয়ে আলোচনা চলছে বলে মঙ্গলবার জানিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এদিন বিহারের রাজধানী পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, আরজেডি-র দিল্লির দায়িত্বপ্রাপ্ত নেতা মনোজ ঝা, সাধারণ সম্পাদক কামার আলম আসন বন্টন নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। দিল্লি বিধানসভা নির্বাচনে দুই দল যদি জোট বেঁধে লড়ে, তবে ফলাফল ভাল হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

উল্লেখ করা যেতে পারে, সদ্য সমাপ্ত ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের সঙ্গে জোট করেছিল আরজেডি। এমনকি কেন্দ্রে এবং বিহারের রাজনীতিতেও কংগ্রেসের জোটসঙ্গী হচ্ছে আরজেডি। এদিন তেজস্বী জানিয়েছেন, জয়ের সম্ভাবনা রয়েছে এমন আসনই কংগ্রেসের কাছে চাইবে তারা। প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে দিল্লিতে। ১১ তারিখে ফল ঘোষণা।