আগরতলা, ১১ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরায় আটজন তফশিলি জাতিভুক্ত বিধায়কের মধ্যে পাঁচজনের শংসাপত্র ভুয়ো। তাঁরা সকলেই বিজেপি বিধায়ক। শনিবার এই বিস্ফোরক মন্তব্য করেছেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক। খুব শীঘ্ইই ওইসব বিধায়কদের নাম প্রমাণ-সহ প্রকাশ্যে আনবেন, দাবি করেন তিনি।
শনিবার আগরতলায় জাল এসসি শংসাপত্রধারী বিধায়কদের বিধায়ক-পদ খারিজ এবং মন্ত্রিসভায় তফশিলি জাতির সদস্যের শূন্যপদ পূরণের দাবিতে মিছিল করেছে প্রদেশ কংগ্রেস। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুবল ভৌমিক বলেন, ত্রিপুরায় তফশিলি জাতির ১০টি আসন সংরক্ষিত রয়েছে। তার মধ্যে শাসকদল আটটি আসনে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে। অথচ ২১ মাস হয়ে গেল তফশিলি জাতির একজন প্রতিনিধিকেও মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়নি। তাঁর দাবি, ত্রিপুরা এবং দেশের ইতিহাসে এই প্রথম তফশিলি জাতির প্রতিনিধি ছাড়া সরকার পরিচালিত হচ্ছে।
তাঁর বক্তব্য, ত্রিপুরায় জনসংখ্যার নিরিখে ১৭ শতাংশ তফশিলি শ্রেণিভুক্ত মানুষ রয়েছেন। কিন্তু বাস্তবে এই সংখ্যা ২০ শতাংশ ছাড়িয়েছে। সুবলবাবুর অভিযোগ, বিজেপি-র আটজন তফশিলি জাতির বিধায়কের মধ্যে পাঁচজনের শংসাপত্রই ভুয়ো। তার প্রমাণ নিয়ে তিনি শীঘ্রই হাজির হবেন, বলেন তিনি। তাঁর দাবি, ওই পাঁচ বিধায়কের জাল শংসাপত্রের সমস্ত প্রামাণ্য তথ্য রয়েছে।