দিল্লি ভোটের নির্ঘণ্ট ঘোষণা : এক দফায় ভোট ৮ ফেব্রুয়ারি, ফলপ্রকাশ ১১ ফেব্রুয়ারি

নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): বহু দিনের প্রতীক্ষার অবসান| দিল্লি বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা| সোমবার বিকেল ৩.৩০ মিনিট নাগাদ সাংবাদিক বৈঠক করে দিল্লি বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা| দিল্লির ৭০টি বিধানসভা আসনে এক দফায় ভোটগ্রহণ হবে আগামী ৮ ফেব্রুয়ারি| ভোটের ফলাফল ঘোষণা হবে আগামী ১১ ফেব্রুয়ারি|

মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা জানিয়েছেন, ২০২০ সালের ৬ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে মোট ভোটারের সংখ্যা ১,৪৬,৯২,১৩৬ জন| আগামী ২২ ফেব্রুয়ারি শেষ হচ্ছে দিল্লি বিধানসভার মেয়াদ| দিল্লিতে মোট ১৩,৭৫০টি ভোটকেন্দ্রে হবে ভোটগ্রহণ| ভোটের দিনক্ষণ ঘোষণার পরই দিল্লিতে লাগু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণবিধি| মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, দিল্লির মুখ্যসচিব এবং পুলিশ কমিশনারের সঙ্গেও আলাদা করে বৈঠক করা হয়েছে| পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গেও বৈঠক হয়েছে দফায় দফায়| দিল্লি বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হয়েছে| উল্লেখ্য, দিল্লিতে শেষ বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি| সেবার ৭০টি আসনের মধ্যে আম আদমি পার্টি জিতেছিল ৬৭টি আসনে| বাকি তিনটি পেয়েছিল বিজেপি| কংগ্রেস কোনও আসনে জেতেনি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *