পুনরায় দামি পেট্রোল-ডিজেল, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে দুঃশ্চিন্তা

নয়াদিল্লি ও কলকাতা, ৬ জানুয়ারি (হি.স.): ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের মূল্য| সোমবার দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে ফের দামি হয়েছে জ্বালানি তেল| দিল্লি, কলকাতা এবং মুম্বইয়ে ০.১৫ পয়সা করে বেড়েছে পেট্রোলের দাম| চেন্নাইয়ে পেট্রোলের দাম বেড়েছে ০.১৬ শতাংশ| এছাড়াও দিল্লি ও কলকাতায় ০.১৭ পয়সা করে বেড়েছে ডিজেলের মূল্য| মুম্বইয়ে ০.১৮ পয়সা এবং চেন্নাইয়ে ডিজেলের দাম বেড়েছে ০.১৯ পয়সা|

দাম বাড়ার পর সোমবার দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম পৌঁছেছে ৭৫.৬৯ টাকা, কলকাতায় ৭৮.২৮ টাকা, মুম্বইয়ে ৮১.২৮ টাকা এবং চেন্নাইয়ে ৭৮.৬৪ টাকা| দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে ডিজেলের বর্ধিত দাম যথাক্রমে-৬৮.৬৮ টাকা, ৭১.০৪ টাকা, ৭২.০২ টাকা এবং ৭২.৫৮ টাকা| পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিনই একটু একটু করে বাড়ছে| ফলে দুঃশ্চিন্তায় রয়েছে মধ্যবিত্ত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *