চড়িলামে সর্টসার্কিটের আগুনে পুড়ল ঘর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৪ জানুয়ারি৷৷ মধ্যরাতে বিশালগড় থানাধীন চড়িলাম রাজীব কলোনী এলাকার একটি বাড়িতে বৈদ্যুতিন সর্টসার্কিটে আগুন লেগে যায় রান্না ঘরে৷ তাতে ওই ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে গিয়েছে৷ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে৷

রাজীব কলোনীর সিশান মিয়ার বাড়ির রান্নাঘরে ফ্রীজের মধ্যে বৈদ্যুতিন সংযোগের যে তার ছিল তাতে আগুন ধরে যায়৷ সাথে সাথেই আগুন ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে৷ ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে গ্রামের রাস্তা হওয়াতে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছতে পারেনি৷ কোনওরকমে লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন৷ প্রসঙ্গত, স্থানীয় জনগণের দাবী ওই এলাকায় জরুরী প্রয়োজনে যাতে ফায়ার সার্ভিস পৌঁছতে পারে সেজন্য রাস্তা সংক্কার করা প্রয়োজন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *