নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.) : সিএএ এবং এনআরসি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়কমন্ত্রী মুক্তার আব্বাস নাকভি। মানুষকে উস্কান বন্ধ করা উচিত মমতার বলে মন্তব্য করেন তিনি।
সম্প্রতি এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী ভারতের। পাকিস্তানের নয়। কিন্তু তিনি সব সময় পাকিস্তানের কথা বলেন। আমরা সকলে ভারতীয়, তাই জাতীয় ইস্যু নিয়ে আলোচনা করা প্রয়োজন। এবার মমতা এহেন মন্তব্যের নিন্দা করে মুক্তার আব্বাস নাকভি জানিয়েছেন, জনগণকে উস্কান বন্ধ করে দেওয়া উচিত তাঁর। দেশবিরোধী শক্তি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জীবন নাজেহাল করে ছেড়েছে। মমতাকে পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দিয়ে নাকভির দাবি, প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে কোনও লাভ নেই। মুখ্যমন্ত্রীর উচিত নিজের রাজ্য সামলানো।
উল্লেখ করা যেতে পারে বৃহস্পতিবার কর্ণাটকের তুমাকারুতে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী কংগ্রেস সহ বিরোধী দলগুলিকে কটাক্ষ করে জানিয়েছিলেন যে বর্তমানে কংগ্রেস এবং তাদের সহযোগী দলগুলি দেশের সংসদের বিরুদ্ধে মাঠে নেমেছে। কয়েক সপ্তাহ আগে নাগরিকত্ব সংশোধনী আইন সংসদে পাশ হয়েছে। কিন্তু কংগ্রেস সহ বিরোধী দলগুলি দেশজুড়ে সংসদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কংগ্রেস এবং তাদের সহযোগী দলগুলি পাকিস্তানের বিরুদ্ধে কিছু বলে না। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা উদ্বাস্তুদের দুর্দশার জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নিজের বাড়ি ছেড়ে কয়েক লক্ষ মানুষ ভারতে চলে এসেছে। সংখ্যালঘুদের প্রতি পাকিস্তানের দমনপীড়নের ঘটনা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরাটা প্রয়োজন।