BRAKING NEWS

দিল্লির বিক্ষোভে হিংসা ছড়ানোর পিছনে মদত দিয়েছিল বাংলাদেশিরা, ১৫ জনকে শনাক্ত করে জানাল সিট

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.) : সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে গত ২০ ডিসেম্বর দিল্লির বিক্ষোভে হিংসা ছড়ানোর পিছনে মদত দিয়েছিল বাংলাদেশিরা। এমনটাই উঠে এসেছে ঘটনার তদন্তের দ্বায়িত্বে থাকা স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট)-এর প্রাথমিক রিপোর্টে | সিট জানিয়েছে, ২০ তারিখের ঘটনায় হিংসা ছড়ানোর পিছনে মদত দিয়েছিল বাংলাদেশিরা। হিংসাত্মক কার্যকলাপ, সংঘর্ষে মদত দেওয়ার জন্য দায়ী ১৫ জন বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে।

গত ২০ ডিসেম্বর বিক্ষোভকারীদের তাণ্ডবে রণক্ষেত্রের চেহারা নেয় দিল্লির সীমাপুরী এলাকা। পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে দেখা যায় শয়ে শয়ে বিক্ষোভকারীকে। এই ঘটনার তদন্তভার যায় বিশেষ তদন্তকারী দল (স্পেশাল ইনভেস্টিগেশন টিম) সিটের উপর। প্রাথমিক রিপোর্টের পর সিটের গোয়েন্দারা জানিয়েছেন, সীমাপুরীর দিল্লি-গাজিয়াবাদ সীমান্তবর্তী এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে, এলোপাথাড়ি ইট-পাথর ছুড়ে অশান্তির পরিবেশ তৈরি করে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। বিক্ষোভ থামাতে গেলে পুলিশের উপরেও হামলা হয়। পাথর আর ভাঙা কাচের বোতল ছুড়তে দেখা যায় বিক্ষোভকারীদের। তাতে কয়েকজন পুলিশকর্মী আহতও হয়েছিলেন। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।
দিল্লি পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার রোহিত রাজবীর সিং বলেছেন, শুক্রবার সীমাপুরীতেই ফের নতুন করে বিক্ষোভে মদত দিচ্ছিল ওই বাংলাদেশিরা। ১৫ জনকে শনাক্ত করা হয়েছে যারা ওই হিংসাত্মক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। এরা সবাই জেজে কলোনিতে বেআইনিভাবে বসবাস করে। নানা অপরাধমূলক কাজের জন্য আগেও পুলিশের খাতায় তাদের নাম উঠেছিল। তাদের কয়েকজনের বিরুদ্ধে, ডাকাতি ও অপহরণের মতো অপরাধের অভিযোগও রয়েছে। খুব দ্রুত তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *