পূর্ব দূর্জয়নগর সুকলে দুসৃকতিদের হানা, ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি৷৷ পূর্ব দুর্জয়নগর হাইসুকলে কতিপয় দুষৃকতি গত রাতে স্থূলঘরের দরজা জানালা ভাঙচুর করেছে৷ তবে, সুকল থেকে কোন কিছু চুরি হয়নি৷ সুকলের প্রধানশিক্ষিকা জানান, গতকাল দশম শ্রেণীর টেস্ট পরীক্ষার খাতা দেখানোর পর বিকেল ৪টা ২০ মিনিট নাগাদ তারা সুকল থেকে যান৷

বৃহস্পতিবার সকালে প্রতিঃ বিভাগের প্রধান শিক্ষক এসে দেখতে পান দরজা ভাঙা৷ তখনই তিনি খবর দেন হাইসুকলের প্রধান শিক্ষিকাকে৷ এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় পুলিশকেও জানানো হয়৷ পুলিশ ঘটনার তদন্ত করেছে৷ কে বা কারা ঘটনায় জড়িত যে সম্পর্কে সঠিক তথ্য না পেলেও প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে টেস্ট পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করেই ঘটনাটি ঘটেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *