বেঙ্গালুরু, ২ জানুয়ারি (হি.স.) আন্তর্জাতিক মঞ্চে ভারত কোন স্থান অর্জন করবে তা এই দশকেই দেখা যাবে। ইয়াং ইন্ডিয়া ভারতের ভবিষ্যৎ পাল্টে দেবে। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে ডিআরডিও-র এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৩০ কোটি ভারতবাসী জীবনকে সুরক্ষিত এবং সহজতর বানানোর গুরুদায়িত্ব পালন করে চলেছে ডিআরডিও। শুধুমাত্র ভারতে নয়, গোটা পৃথিবীর কাছে অনুপ্রেরণার প্রতীক এই সংস্থা বলে জানিয়েছেন তিনি।
এদিন প্রধানমন্ত্রী ডিআরডিও-র তত্বাবধানে পাঁচ ইয়ং সায়েন্সটিস্ট ল্যাবের উদ্বোধন করেন। এই উপলক্ষ্যে তিনি জানিয়েছেন, অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে পাঁচটি ল্যাব(পরীক্ষাগার) স্থাপনের প্রস্তাব গুরুত্ব সহকারে ভাবনা চিন্তা করে বেঙ্গালুরু, কলকাতা, চেন্নাই, হায়দরাবাদ এবং মুম্বইয়ে কাজ চলছে। আগামী একদশকে ডিআরডিও-র স্বল্প এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা কি হবে। সেই বিষয়ে গুরুত্ব দেওয়াটা একান্ত জরুরি।
প্রধানমন্ত্রী আরও বলেন, ডিআরডিও-তে সব থেকে ভাল মাথাগুলি কাজ করে। উদ্ভাবনে সঙ্গে কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে চলতে আগ্রহী সরকার। দেশবাসী এবং সীমান্তের নিরাপত্তার জন্য ভবিষ্যতে প্রযুক্তিগত উন্নয়নের স্বার্থে এই ক্ষেত্রে বিনিয়োগ একান্ত জরুরি। নিউ ইন্ডিয়া গড়ার জন্য ডিআরডিও-কে গুরুদায়িত্ব নিতে হবে। সামরিক উৎপাদনের ক্ষেত্রে ভারতের স্বাবলম্বী হওয়ার জন্য ডিআরডিও-কে নতুন ভাবনা নিয়ে আনতে হবে। ডিআরডিও নিরন্তন গবেষণা এবং প্রচেষ্টা দেশকে এগিয়ে নিয়ে যাবে।