নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ কেন্দ্রীয় সরকারের পরিচালিত মোহনপুর মহকুমার লেম্বুছড়াস্থিত কৃষি বিশ্ব বিদ্যালয়ে লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট ও ল্যাবরোটরি অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণ এবং ফলাফল প্রকাশ নিয়ে দুর্নীতিও স্বজনপোষণের একগুচ্ছ অভিযোগ উঠল কর্তৃপক্ষের বিরুদ্ধে৷ যাকে কেন্দ্র করে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে একাংশ কর্ম প্রার্থীদের মধ্যে৷

অভিযোগ, এই দুটি পদে লোক নিয়োগের জন্য ২৭ ডিসেম্বর লেম্বুছড়ার কৃষি বিশ্ববিদ্যালয়ে হয় লিখিত পরীক্ষা, যাহার প্রশ্ণপত্র সম্পূর্ণ সামঞ্জস্যহীন বলে পরীক্ষার্থীদের অভিযোগ৷ পাশাপাশি পরীক্ষা গ্রহণের চবিবশ ঘণ্টার মধ্যেই ফলাফল প্রকাশ করে দেওয়া হয়৷ একাংশ চাকুরি প্রার্থীদের বক্তব্য ফল প্রকাশের তালিকায় যাদের রোল নম্বর আসে তারা সকলেই এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত আধিকারিকদের পরিবারের সদস্য৷

