নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের কাচে চাপের রাজনীতির রসদ বলেই মনে হচ্ছে৷ কারণ প্রতিষ্ঠা দিবসে এই ইস্যুতেই মাঠ গরম করছে প্রদেশ কংগ্রেস৷ সারা দেশের সাথে ত্রিপুরায়ও শনিবার কংগ্রেসের ১৩৫-তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে৷ প্রতিষ্ঠা দিবসে প্রদেশ কংগ্রেস মূলত মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন তেজি করার সংকল্প নিয়েছে৷

এদিন আগরতলায় প্রদেশ কংগ্রেস মুখ্য কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের পর পূর্বজদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শপথবাক্য পাঠ করেন কংগ্রেস কর্মীরা৷ প্রদেশ কংগ্রেস সদর কার্যালয় থেকে এদিন একটি মিছিলও বের হয়েছে৷ মিছিল শেষে পথসভায় দলের অস্থায়ী সভাপতি পীযূষকান্তি বিশ্বাস বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন৷ কারণ, এদিন কংগ্রেস ভারত বাঁচাও, সংবিধান বাঁচাও এবং গণতন্ত্র বাঁচাও স্লোগান তুলে ময়দানে নেমেছে৷
প্রদেশ কংগ্রেস নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসির বিরোধিতায় মিছিল সংগঠিত করেছে আজ৷ পথসভায় প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি পীযূষকান্তি বিশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে দেশে অস্থিরতা সৃষ্টির জন্য তাঁদেরকে বিঁধেছেন৷ পীযূষকান্তি বিশ্বাসের কথায়, দেশ আজ এক অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে৷ দেশে অস্থিরতা কায়েম করার জন্য কেন্দ্রীয় সরকারই দায়ী৷ তিনি বলেন, সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি দেশবাসীকে অনিশ্চিয়তার দিকে ঠেলে দিয়েছে৷ ভবিষ্যত চিন্তায় দেশবাসী এখন দিশেহারা হয়ে পড়েছেন৷ তাই, সারা দেশ প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে৷
প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি ঘোষণা করেছেন, ত্রিপুরায় সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসির বিরোধিতায় লাগাতার আন্দোলন সংগঠিত করা হবে৷

