তেলিয়ামুড়ায় পাচারকালে কাঠ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ ডিসেম্বর ৷৷ বনদস্যুরা অবৈধভাবে কাঠ পাচার করার সময় বনকর্মীরা ধাওয়া করে উদ্ধার করে বনাঞ্চলের মূল্যবান কাঠ৷ ঘটনা বৃহস্পতিবার সকালে তেলিয়ামুড়া থানাধীন জুমবাড়ি এলাকায়৷ এই খবর দিয়ে বনকর্মীরা জানায় বৃহস্পতিবার গোপন সূত্রের ভিত্তিতে খবর পায় জুমবাড়ি এলাকা দিয়ে অবৈধ কাঠ পাচার হবে৷

এই খবরের ভিত্তিতে বনকর্মীরা জুমবাড়ি এলাকায় গিয়ে প্রত্যক্ষ করে ৬টি বাই-সাইকেলে করে বনদস্যুরা অবৈধ কাঠ নিয়ে আসছে৷ বনদস্যুরা বনকর্মীদের প্রত্যক্ষ করে পালিয়ে যায়৷ পরে বনকর্মীরা অবৈধ কাঠগুলি নিয়ে অফিসমুখী হয়৷ এ ব্যাপারে তেলিয়ামুড়া রেঞ্জ অফিসার নিরঞ্জন দেবনাথ জানান, আগামীদিনেও অভিযান চলবে৷