নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.) : সম্প্রতি দেশজুড়ে হিংসাত্মক পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান বিপিন রাওয়াতে মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এবার রাওয়াতের মন্তব্যের সপক্ষে সওয়াল করলেন প্রাক্তন সেনা আধিকারিক।
বৃহস্পতিবার সেনাবাহিনীর স্পেশ্যাল ফোর্সের প্রাক্তন মেজর সুরেন্দ্র পুনিয়া জানিয়েছেন, সেমিনারে সেনাপ্রধান বিপিন রাওয়াত মূলত নেতৃত্ব প্রদানের বিষয়ে বলেছেন। ছাত্র নেতারা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে যে হিংসাত্মক পরিস্থিতি তৈরি করে ছিল, তা সঠিক নেতৃত্ব প্রদানের পরিচয় নয় বলে জানিয়েছিলেন তিনি। সেনাপ্রধান কোনও রাজনৈতিক দল বা কোনও ধর্মীয় সংগঠনের নাম নেননি। দেশের পড়ুয়াদের ভালর জন্য নেতৃত্ব প্রদান নিয়ে তাঁর বলার অধিকার রয়েছে।
সিপিআই(এম)-এর তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে যে ছাত্র বিক্ষোভের বিরোধিতা করে বিষয়টি সরাসরি জড়িয়ে পড়েছেন সেনাপ্রধান। মোদী সরকারের আমলে পরিস্থিতির যে অবনতি হয়েছে, তা উচ্চপদে থাকা উর্দিধারী আধিকারিকের সাংবিধানিক এক্তিয়ারে হস্তক্ষেপ থেকে স্পষ্ট।
উল্লেখ করা যেতে পারে উল্লেখ করা যেতে পারে এদিন বিপিন রাওয়াত জানিয়েছিলেন, নেতা তারাই যারা সঠিক পথে চালিত করে ও সঠিক পরামর্শ দেন। ভুল পথে মানুষদের চালিত করা ব্যক্তি নেতা নন। যে ভাবে বিপুল সংখ্যার ভিড়কে বিভিন্ন শহর, নগরে অগ্নিসংযোগ এবং হিংসাত্মক কার্যকলাপে লেলিয়ে দেওয়া হয়েছে, সেই সকল নেতাদের কোনও ভাবেই নেতা বলা চলে না।