নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ ডিসেম্বর৷৷ রাজ্যে প্রতিদিনই কোথাও না-কোথাও হতাহতের ঘটনা ঘটছে৷ রক্তাক্ত হচ্ছে রাজপথ৷ আজ শুক্রবারও ফের ত্রিপুরায় দ্রুত গতিতে বাইক চালানোর ফলে এক যুবক আহত হয়েছেন৷ এদিন সন্ধ্যা ৬-টা নাগাদ খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন অসম-আগরতলা জাতীয় সড়কের উপর পুলিনপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে৷

পুলিশ জানিয়েছে, আজ সন্ধ্যা আনুমানিক ছয়টা নাগাদ সুদীপ ঘোষ (২২) নামের যুবক টিআর ০১ আর ৬৮৫০ নম্বরের বাইক নিয়ে তুইসিন্দ্রাই এলাকা থেকে তেলিয়ামুড়ার দিকে আসছিলেন৷ তাঁর বাড়ি তেলিয়ামুড়ার থানাধীন বাইশঘড়িয়া এলাকায়৷ প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে পুলিশের খবর, তেলিয়ামুড়ার অসম-আগরতলা জাতীয় সড়কের পুলিনপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা টিআর ০১ বি ৩২৫৮ নম্বরের একটি ম্যাক্স গাড়ির পেছনে দ্রুতগতিতে এসে বাইক আরোহী সজোরে ধাক্কা মারেন৷ এতে গুরতর আহত হন বাইক আরোহী সুদীপ ঘোষ৷ গতি এতটাই বেশি ছিল যে তিনি বাইকের নিয়ন্ত্রণ রাখতে পারেননি৷ ম্যাক্সের সাথে ধাক্কা লেগে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি৷ সাথে সাথে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দফতরে৷
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীরা৷ দমকল কর্মীরা সুদীপকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহত বাইক আরোহীর মাথায় ও মুখে প্রচণ্ড আঘাত লেগেছে৷ তাই তাঁকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷

