নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): বর্তমান কেন্দ্রীয় সরকার ভারতীয় অর্থনীতিকে শুধুমাত্র স্থিতিশীলই করে তোলেনি, বরং শৃঙ্খলা ও অনুশাসন আনার জন্য প্রচেষ্টাও চালিয়েছে| ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতির জন্য শক্তিশালী ভিত্তি রয়েছে| গোটা দেশ যতক্ষণ না পর্যন্ত একসঙ্গে লক্ষ্য নির্ধারণ করবে না, ততক্ষণ লক্ষ্য পূরণ হওয়া অসম্ভব| শুক্রবার সকালে দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত অ্যাসোচেম (অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া)-এর বার্ষিক সভায় এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| অ্যাসোচেম-এর বার্ষিক সভায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘৫-৬ বছর আগে ভারতীয় অর্থনীতি বিপর্যয়মুখী ছিল| আমাদের সরকার ভারতীয় অর্থনীতিকে শুধুমাত্র স্থিতিশীলই করে তোলেনি, বরং শৃঙ্খলা ও অনুশাসন আনার জন্য প্রচেষ্টাও চালিয়েছে| কয়েক দশক পুরনো শিল্প চাহিদা পূরণের দিকে আমরা মনোযোগ দিয়েছি|’
৫ ট্রিলিয়ন ডলারের অর্থব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেছেন, ‘৫ ট্রিলিয়ন অর্থব্যবস্থার কথা হঠাত্ করেই আসেনি, বিগত পাঁচ বছরে দেশ শক্তিশালী হয়েছে তাই এই লক্ষ্য অর্জন করা সম্ভব| অর্থব্যবস্থা যাতে সঠিক নিয়মের মধ্য দিয়ে চলে সে জন্য আমরা সিস্টেমে আমূল পরিবর্তন এনেছি| ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতির জন্য শক্তিশালী ভিত্তি রয়েছে| গোটা দেশ যতক্ষণ না পর্যন্ত একসঙ্গে লক্ষ্য নির্ধারণ করবে না, ততক্ষণ লক্ষ্য পূরণ হওয়া অসম্ভব| যখন এই লক্ষ্য স্থির করা হয়েছিল, তখন জানাই ছিল বিরোধিতা হবে এবং বলা হবে ভারতের পক্ষে এটা অসম্ভব|’
প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, ‘কোম্পানি অ্যাক্টে এমন প্রচুর আইন ছিল, যেখানে ছোট ভুলের জন্যও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার বিধান ছিল, আমাদের সরকার অনেক আইনে পরিবর্তন এনেছে|’ প্রধানমন্ত্রীর কথায়, ভারতীয় অর্থনীতিতে আধুনিকীকরণ এবং গতি বাড়ানোর জন্য প্রযুক্তির ব্যবহার করছি আমরা| অর্থনীতির উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করছি| দিন-রাত এক করে বিবিধ পরিশ্রমের মাধ্যমেই ইজ অফ ডুয়িং বিজনেসে এত ধাপ উপরে উঠে এসেছি আমরা|
ব্যাঙ্কিং সেক্টর এবং কর্পোরেট সেক্টরকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ব্যঙ্কিং সেক্টর এবং কর্পোরেট সেক্টরের সঙ্গে যুক্তদের আমি আশ্বস্ত করতে চাই, আমরা পূর্ববর্তী দূর্বলতাগুলি নিয়ন্ত্রণ করতে কিছুটা হলেও সফল হয়েছি| সুতরাং, কোনও দ্বিধা ছাড়াই সিদ্ধান্ত নিন এবং বিনিয়োগ করুন|’ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘বিগত কয়েক বছরে এফডিআই প্রবাহ বেড়েছে| আমার কাছে এফডিআই-এর দু’টি অর্থ-একটি হল প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এবং ওপরটি ‘ফাস্ট ডেভেলপ ইন্ডিয়া’|’’