নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর ৷৷ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পদে নিযুক্ত হলেন আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস৷ এআইসিসি দীর্ঘ টানাপোড়নের পর অবশেষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতির নাম চূড়ান্ত করল৷ প্রদেশ সভাপতির পদ থেকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন পদত্যাগ ও দলত্যাগের পর পদটি শূন্য হয়ে পড়ে৷ সভাপতির পদে দাবিদার ছিলেন অনেকেই৷ এআইসিসি সার্বিক দিক বিবেচনা করে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সবকটি গোষ্ঠীর মধ্যে সমতা বজায় রাখার লক্ষ্যে আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাসকে প্রদেশ সভাপতি পদে নিযুক্ত করেছে৷ দায়িত্বভার গ্রহণ করার পর প্রদেশ সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস বুধবার আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বলেন, দলীয় শৃঙ্খলায় তিনি প্রাধান্য দেবেনে৷ শৃঙ্খলা ছাড়া কোনও দল চলতে পারে না, দল শক্তিশালী হয় না৷ তিনি বলেন, ঐক্যবদ্ধ আন্দোলন দরকার৷ কংগ্রেস সঠিক দায়িত্ব পালন করলে জনগণের সমর্থন মিলবে৷

কংগ্রেস দল এই রাজ্যে ভাল অবস্থায় যাবে৷ মানুষ বিজেপিকে আর চাইছে না বলেও তিনি মন্তব্য করেন৷ তিনি বলেন, কংগ্রেস দলের রাজ্যে ক্ষমতায় আসা কঠিন কাজ নয়৷ তবে, কংগ্রেস ভবনে আড্ডা দিয়ে দলকে ক্ষমতায় আনা যাবে না৷ নবনিযুক্ত প্রদেশ সভাপতি বলেন, প্রাক্তন প্রদেশ সভাপতি গোপাল চন্দ্র রায়, বীরজিৎ সিনহা সহ অন্যান্য নেতাদের সঙ্গে কথা বলে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করবেন৷ তিনি বলেন একা কিছুই করা সম্ভব নয়৷ যা করব, দলের স্বার্থেই করব৷ রাজ্যে কংগ্রেসই একমাত্র বিকল্প শক্তি বলে তিনি উল্লেখ করেন৷ তবে দলকে জনগণের আস্থা অর্জন করতে হবে৷ প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, জেলা, ব্লক এবং বুথ লেভেল পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করতে হবে৷
এজন্য তিনি জেলা সভাপতি, ব্লক সভাপতি এবং বুথ লেভেলের নেতাদের সঙ্গে সরাসরি কথা বলবেন৷ শুধু নেতৃত্ব আঁকড়ে ধরে রাখলেই চলবে না৷ যারা কাজ করবেন, তারাই নেতৃত্বে থাকবেন বলেও তিনি উল্লেখ করেন৷
নবনির্বাচিত প্রদেশ সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসকে পূর্ণাঙ্গ পিসিসি গঠন করার জন্য নাম প্রস্তাব করতে এবং সাংগঠনিক কাজকর্ম নিয়ে রুট ম্যাপ তৈরি করতে এআইসিসি থেকে র্নিদেশ দেওয়া হয়েছে৷

