ত্রিপুরায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল কেন্দ্রের বিজ্ঞপ্তি জারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷ ত্রিপুরায় প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) স্থাপনে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করেছে৷ আগরতলা থেকে ১৩০ কিলোমিটার দূরে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের পশ্চিম জলেফায় এসইজেড স্থাপন করা হচ্ছে৷ তা কৃষি ভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরণের জন্য সেক্টর নির্দিষ্ট অর্থনৈতিক অঞ্চল হবে৷ প্রকল্পে আনুমানিক বিনিয়োগ হবে প্রায় ১৫৫০ কোটি টাকা৷


অনুমান করা হচ্ছে এর ফলে ১২,০০০ দক্ষ কর্মসংস্থান তৈরি করা হবে৷ রাবার ভিত্তিক শিল্প, টেক্সটাইল এবং বস্র শিল্প, বাঁশ এবং কৃষি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এসইজেডে স্থাপন করা হবে৷
সাব্রুমে এসইজেড স্থাপনের ফলে চট্টগ্রাম বন্দরের সান্নিধ্য এবং দক্ষিণ ত্রিপুরার ফেনী নদী পারের সেতু নির্মাণের কথা বিবেচনা করে বেসরকারী বিনিয়োগদের আকৃষ্ট করার নতুন পথ উন্মুক্ত হবে৷


এটি স্থাপনের পরে প্রথম পাঁচ বছরের জন্য আয়কর আইনের ধারা ১০ এএ এর অধীনে এসইজেড ইউনিটগুলির রপ্তানি আয়ের উপর ১০০ শতাংশ আয়কর ছাড় দেওয়া হবে৷ এছাড়াও পরবর্তী ৫ বছরের জন্য ৫০ শতাংশ ছাড় এবং ৫০ শতাংশ আরও ৫ বছরের জন্য রপ্তানি সুবিধা দেওয়া হবে৷