নাগরিকত্ব আইনে কোনও স্থগিতাদেশ নয়, কেন্দ্রকে শীর্ষ আদালতের নোটিশ

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরে কোনও স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট| তবে, সংশোধিত নাগরিকত্ব আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে যে সমস্ত মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে, সে ব্যাপারে কেন্দ্রের কী বক্তব্য, তা জানাতে বলল সুপ্রিম কোর্ট| কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠিয়ে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে সর্বোচ্চ আদালত| বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের নেতৃত্বে তিন-সদস্যের বেঞ্চ জানিয়েছে, ‘সংশোধিত নাগরিকত্ব আইনের উপর স্থগিতাদেশ জারি করা যায় কি না, তা খতিয়ে দেখতে হবে|’

কিছুদিন আগেই সংসদের উভয়কক্ষে পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)| রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সম্মতি মেলার পর সেই বিলই এখন সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)| সেই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই ৬০টি মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে| সেই সমস্ত আর্জির কোনওটি কোনও ব্যক্তির, কোনওটি রাজনৈতিক দল অথবা সংগঠনের| সুপ্রিম কোর্টে মামলা করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ, তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র, পিস পার্টি, জন অধিকার পার্টি, ইন্ডিয়ান মুসলিম লিগ, ডিএমকে প্রভৃতি| এদিন সেই সমস্ত মামলার সংক্ষিপ্ত শুনানিতে কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠিয়ে, বক্তব্য জানতে চেয়েছে সর্বোচ্চ আদালত| শুনানির পরবর্তী দিন ধার্য হয়েছে ২২ জানুয়ারি|

সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরে কোনও স্থগিতাদেশ না দিয়ে প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি সূর্য কান্তর বেঞ্চ জানিয়েছে, ‘সংশোধিত নাগরিকত্ব আইনের উপর স্থগিতাদেশ জারি করা যায় কি না, তা খতিয়ে দেখতে হবে| জানুয়ারিতে আবেদন শোনা হবে|’