নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ কুয়োর জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল মা ও ছেলের৷ সোমবার গন্ডাছড়া মহকুমার হরিপুর এলাকার রথ পাড়ায় ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে৷
আজ সকাল নয়টা নাগাদ আলেন্দ্রিত্রিপুরা (৩২) বাড়ি থেকে প্রায় একশ মিটার দূরে রিং কুয়ো থেকে জল তুলতে যান৷ সম্ভবত, বালতি দিয়ে জল তুলতে গিয়ে তার কোলে থাকা আট মাসের শিশু পুত্র নজেন ত্রিপুরা কুয়োর জলে পড়ে যায়৷ ওই সময় মা তার ছেলেকে বাচাতে গিয়ে কোয়ার জলে ঝাপ দেন৷ আর তাতেই মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়৷
এদিকে, অনেকটা সময় কেটে গেলেও যখন ওই মহিলা বাড়িতে ফিরছিলেন না তখন বাড়ির লোকজনদের সন্দেহ হয়৷ এরপরই চারিদিকে খুঁজাখুঁজি শুরু হয়ে যায়৷
হটাৎ তাদের মনে পরে জল আনতে বেরিয়েছিলেন আলেন্দ্রি৷ তখনই খবর দেওয়া হয় গন্ডাছড়া অগ্ণি নির্বাপক দপ্তরে৷ অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে প্রায় বার হাত গভীর কুয়োর জলে নেমে তল্লাশি চালান৷ প্রায় এক ঘন্টার উপর তল্লাশির পর মাকে উদ্ধার করতে পারলেও শিশুটিকে উদ্ধার করতে পারেননি তাঁরা৷
ওইদিন দপ্তরের কর্মীদের সাথে এলাকার এক যুবকও উদ্ধার কাজে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন৷ অবশেষে দুপুর দেড়টা নাগাদ দীর্ঘ সময় প্রচেষ্টার পর এলাকার এক সাহসী যুবক জল থেকে শিশুটিকে উদ্ধার করেন৷ অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত মা এবং ছেলেকে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন৷ মা এবং শিশুর মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকা জোরে শোকের ছায়া নেমে এসেছে৷