নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ উত্তর জেলার কাঞ্চনপুরের পরিস্থিতিও এখনও স্বাভাবিক হয়নি৷ নাগরিক মঞ্চ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডেকেছে কাঞ্চনপুরে৷

রবিবারও শুনশান ছিল কাঞ্চনপুর৷
এদিকে, মহকুমা প্রশাসনের তরফ থেকে বহুবার আবেদন জানানো হয়েছে আলোচনায় বসে সমস্যার সমাধান করার জন্য৷ কিন্তু, কোনভাবেই আলোচনায় বসতে রাজি হয়নি৷ শেষে রবিবার নাগরিক মঞ্চ সম্মত হয়েছে সোমবার প্রশাসনের সাথে বৈঠকে বসে সমস্যার নিয়ে আলোচনা করতে৷ আগামীকাল কাঞ্চনপুর বাজারে হবে প্রশাসনের উদ্যোগে এই বৈঠক৷ নাগরিক মঞ্চের অভিযোগ মিজো রিয়াং শরণার্থীদের অত্যাচারে স্থানীয় বাসিন্দারা অতিষ্ট হয়ে পড়েছেন৷

