BRAKING NEWS

অনশন মঞ্চে অচৈতন্য, হাসপাতালে চিকিৎসাধীন মহিলা কমিশনের প্রধান

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.) : ক্রমাগত অনশনের ফলে শারীরিক অবস্থার অবনতি হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল।

রবিবার সকালে তাঁকে দিল্লির লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

দেশজুড়ে মহিলাদের প্রতি হওয়া অপরাধের প্রতিবাদে এবং ধর্ষণের মামলায় দোষীসাব্যস্তদের ছয় মাসের মধ্যে ফাঁসি দেওয়ার দাবিতে প্রায় ১৩দিন ধরে রাজধানী দিল্লির কনকনে ঠাণ্ডায় অনশন চালিয়ে যাচ্ছিলেন স্বাতী। রবিবার সকালে অনশন মঞ্চে হঠাৎই অচৈতন্য হয়ে পড়েন । এরপরেই তাঁকে হাসপাতালে স্থানান্তর করা হয়।

উল্লেখ করা যেতে পারে তেলেঙ্গানায় পশু চিকিৎসককে ধর্ষণ এবং উন্নাওতে নির্যাতিতাকে পুড়িয়ে মারা ঘটনায় গোটা দেশের সঙ্গে প্রতিবাদে মুখর হয়ে উঠেছিলেন স্বাতী। ধর্ষকদের ছয় মাসের মধ্যে ফাঁসির দাবিতে প্রায় ১৩ দিন ধরে দিল্লিতে অনশন চালিয়ে গিয়েছিলেন তিনি।

শুক্রবার অন্ধ্রপ্রদেশের বিধানসভায় দিশা আইন পাশ হয়। যে আইনে ধর্ষণের মামলার ২১দিনের মধ্যে ধর্ষককে ফাঁসি দেওয়ার কথা বলা হয়েছে। এই আইন গোটা দেশজুড়ে কার্যকর করার দাবিতে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে চিঠিও লিখেছিলেন স্বাতী।

শনিবার স্বাতী জানিয়েছিলেন যে টানা অনশনের ফলে তাঁর ৮ কিলোগ্রাম ওজন কমে গিয়েছে। গোটা শরীর বিভিন্ন জায়গায় যন্ত্রণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *