প্রকৌশলীদের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে উন্নয়নকে স্থায়ী রূপ দেওয়া : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ প্রকৌশলীদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উন্নয়নকে স্থায়ী রূপ দেওয়া৷ কারণ, তাঁদের মূল ভাবনাই এখন বদলে গিয়েছে৷ শনিবার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স-র সম্মেলনে এ-কথা বলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷


এদিন তিনি বলেন, জল, শক্তি ও জৈব বৈচিত্র্য এই তিনটি বিষয়ই আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ৷ সরকারি স্তরে বহুদিন ধরেই ত্রিপুরায় জল বন্টনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে৷ এক্ষেত্রে জল সম্পদ দফতর এবং পানীয়জল ও স্বাস্থ্যবিধান দফতর কাজ করছে৷ তাঁর দাবি, এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা জলশক্তি মন্ত্রক পেয়েছি৷ ফলে এখন জল সংরক্ষণের কথা বলা হচ্ছে৷


উপমুখ্যমন্ত্রীর মতে, আগামীদিনে নিরাপদ জীবনের জন্য এখন প্রকৌশলীদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে উন্নয়নকে স্থায়ী রূপ দেওয়া ৷ এটাই হচ্ছে এস ডি জি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস-এর লক্ষ্য ৷ তাঁর কথায়, উত্তর-পূর্বাঞ্চল হচ্ছে জৈব বৈচিত্রে্য ভরপুর ৷ পর্যটনের ক্ষেত্রেও আমরা এ অঞ্চলের জৈব বৈচিত্রে্যর কথা বলি ৷ এখন আমাদের এই জৈব বৈচিত্র্যকে তথা উন্নয়নকে ধরে রাখতে হলে আরও বেশী সচেতনতার দরকার এবং প্রকৌশলীরা এতে এক বিরাট ভূমিকা নিতে পারেন, যোগ করেন তিনি৷ তাঁর দাবি, এখন প্রকৌশলীদের মূলভাবনাই বদলে গেছে৷

এখন সারা বিশ্বের উদ্বেগের কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংক্রান্ত সমস্যা ৷ এক পরিবেশ বান্ধব জীবন দেওয়া হচ্ছে নীতিনির্ধারক ও শিক্ষাবিদদেরও মূল ভাবনা ৷ স্বচ্ছ ভারত অভিযান হচ্ছে সেই লক্ষ্যেই একটি পদক্ষেপ ৷