নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করলেন স্বামী৷ শ্রীনগর থানাধীন মহেশখলা এলাকায় শ্যামাপ্রসাদ কলোনিতে অঞ্জন দেবনাথ তার স্ত্রী সোমা দেবনাথকে দা দিয়ে কুপিয়েছেন৷ প্রতিবেশীরা ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন৷ এদিকে, একাংশ উত্তেজিত জনতা ওই মহিলার স্বামীকে মারধর করে দড়ি দিয়ে বেঁধে রেখেছে৷ পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে গেছে৷

স্থানীয় জনৈক অর্জুন দেবনাথ জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল৷ অবশ্য, প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হয়৷ তাই প্রতিবেশীরা সেদিকে কর্ণপাত করেন না৷ তিনি বলেন, হঠাৎ ওই গৃহবধূর চিৎকার শুনতে পেয়ে দৌড়ে গিয়ে দেখি মহিলা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন৷ তিনি জানান, তার স্বামী অঞ্জন দেবনাথের দায়ের কোপেই ওই গৃহবধূ রক্তাক্ত হয়েছেন৷ তিনি আরও জানান, প্রতিবেশীরা তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছেন৷
এদিকে, স্থানীয় জনগণ এই খবর পেয়ে উত্তেজিত হয়ে গৃহবধূর স্বামী অঞ্জন দেবনাথকে মারধর করে বেঁধে রেখেছেন৷ খবর পেয়ে পুলিশ এসে তাকে গ্রেফতার করেছে৷ পেশায় অঙ্গনওয়াড়ি সুপারভাইজার অঞ্জন দেবনাথ জানান, তাদের বিয়ে হয়েছে চার বছর৷ তাদের একটি পুত্র সন্তান রয়েছে৷ কিন্তু, এই চার বছরে স্ত্রীর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ওঠেছেন৷ তিনি অভিযোগ করেন, প্রায়ই তার স্ত্রী বাড়িতে সকলকে গালিগালাজ করেন৷ আজ সকালেও তার মাকে জড়িয়ে গালিগালাজ করেছেন৷ তাই রাগের বশে ঘটনাটি ঘটেছে৷ শ্রীনগর থানার পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷ ধৃতের স্ত্রী এখন বিপদমুক্ত, তাই তার বয়ান রেকর্ড করা হবে৷ পুলিশ জানিয়েছে, আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে৷

