BRAKING NEWS

চতুর্থ দফায় জাতীয় লোক আদালত শনিবার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ ত্রিপুরায় ফের বসবে জাতীয় লোক আদালত৷ শনিবার ত্রিপুরা হাইকোর্ট-সহ সমস্ত জেলা আদালতে লোক আদালতের আয়োজন করা হয়েছে৷ ত্রিপুরায় এ-নিয়ে চতুর্থ দফায় লোক আদালত বসবে৷


ওইদিন লোক আদালতে ৫,১২৫টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে৷ আইনসেবা কর্তৃপক্ষ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, মোটর যান দুর্ঘটনা ক্ষতিপূরণ, আপসযোগ্য বিরোধ, এনআই অ্যাক্ট, কর্মচারীদের ক্ষতিপূরণ, ব্যাঙ্কের অনাদায়ী ঋণ, বৈবাহিক বিরোধ দেওয়ানি সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য এই লোক আদালতে তোলা হবে৷ এজন্য হাইকোর্ট-সহ রাজ্যে মোট ৫০টি আদালত বসবে৷


আইনসেবা কর্তৃপক্ষ জানিয়েছেন, ত্রিপুরা হাইকোর্টে লোক আদালত উপলক্ষ্যে একটি কোর্টে যান দুর্ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত ১৭টি আবেদনের শুনানি হবে৷ অন্যান্য আদালতে ব্যাংক ঋণ পরিশাধে সংক্রান্ত ১,৮৩১টি মামলা, বিএসএনএল-এর বিল পরিশোধ সংক্রান্ত বিরোধ ২,৮০০টি, এমএসিটি মামলা ১৬৬টি (হাইকোর্ট ছাড়া), আপসযোগ্য বিরোধে ১০৯টি মামলা, বৈবাহিক বিরোধের ১৩৩টি মামলা, এনআই অ্যাক্টের ৪৩টি মামলা, কর্মচারীদের ক্ষতিপূরণ সংক্রান্ত ৫-টি মামলা, অন্যান্য আপসযোগ্য দেওয়ানি মামলা ২১টি শুনানি হবে৷ এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ ৪,৬৪১টি৷ এছাড়া আদালতে জমে থাকা ৪৮৪টি মামলা লোক আদালতে নিষ্পত্তির জন্য তোলা হবে৷
তিনি জানান, ইতিমধ্যে মামলার পক্ষা-পক্ষকে নোটিশ দিয়ে জানানো হয়েছে৷ আদালতগুলিতে মামলার পক্ষা-পক্ষকে সহযোগিতা করতে আধা আইনি স্বেচ্ছাসেবকরা পিএলভি থাকবেন৷ ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্যসচিব শুভাশিস শর্মারায় দ্রুত ও বিনা আইনি খরচে মামলা নিষ্পত্তির সুবিধা সংশ্লিষ্ট সবাইকে নিতে অনুরোধ করেছেন৷ এর সঙ্গে আবেদন করেছেন, মামলার বিষয়ে কোনও নথি কারও নিযুক্ত আইনজীবীর মাধ্যমে আগে জমা করে না থাকলে, লোক আদালতে উপস্থিত হওয়ার সময় তা সঙ্গে নিয়ে আসতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *