
বেঙ্গালুরু, ৯ ডিসেম্বর (হি.স.): বিজেপির লক্ষ্য ছিল সাতটি বিধানসভা আসন| কন্নড়-ভূমিতে লক্ষ্যপূরণ হয়ে গেল বিজেপির| সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে আর কোনও বাধাই রইল না মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার| কর্ণাটক উপ-নির্বাচনের ১৫টি বিধানসভা আসনের মধ্যে ১২টি আসনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)| মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস ও জেডি (এস)| কংগ্রেস জয়ী হয়েছে দু’টি আসনে| বাকি একটি আসনে জয়ী হয়েছে নির্দল প্রার্থী| যে সমস্ত বিধানসভা আসনে বিজেপি জয়ী হয়েছে সেগুলি হল-অথানি (কংগ্রেস ক্ষমতায় ছিল), য়ল্লপুর (কংগ্রেস ক্ষমতায় ছিল), বিজয়নগর (কংগ্রেস ক্ষমতায় ছিল), যশবন্তপুরা (কংগ্রেস ক্ষমতায় ছিল), কাগবাড (কংগ্রেস ক্ষমতায় ছিল), গোকক (কংগ্রেস ক্ষমতায় ছিল), হিরেকেরুর (কংগ্রেস ক্ষমতায় ছিল), রানিবেন্নুর (কেপিজেপি ক্ষমতায় ছিল), চিকবল্লাপুরা (কংগ্রেস ক্ষমতায় ছিল), কে আর পুরা (কংগ্রেস ক্ষমতায় ছিল), মহালক্ষ্মী লেআউট (জেডিএস ক্ষমতায় ছিল) এবং কৃষ্ণরাজপেট (জেডিএস ক্ষমতায় ছিল)| শিবাজিনগর বিধানসভা আসন ফের নিজেদের দখলে রাখল কংগ্রেস এবং হুন্সুর বিধানসভা আসন জেডিএস-এর কাছ থেকে ছিনিয়ে নিল কংগ্রেস| নির্দল প্রার্থী জয়ী হয়েছে হোসকোটে বিধানসভা আসনে, এই আসন কংগ্রেসের দখলে ছিল|
১৫টি বিধানসভা আসনের উপ-নির্বাচনের ফলাফল মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার কাছে অগ্নি-পরীক্ষারই সমতুল্য ছিল, সেই পরীক্ষায় সম্মানের সঙ্গে উত্তীর্ণ হলেন ইয়েদুরাপ্পা| মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা জানিয়েছেন, ‘ভোটের ফলাফলে আমি অত্যন্ত খুশি| এবার কোনও সমস্যা ছাড়াই একটি স্থিতিশীল সরকার গড়তে পারব আমরা|’ কিন্তু, উপ-নির্বাচনের ফলাফলে মোটেও খুশি হতে পারেনি কংগ্রেস| কংগ্রেস নেতা ডি কে শিবকুমার বলেছেন, ‘বিশ্বাসঘাতকদেরই ভরসা করেছে মানুষ| আমরা পরাজয় স্বীকার করছি| কিন্তু, এই ফলাফলে হতাশ হওয়ার কিছু আছে বলে আমি মনে করি না|’ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া জানিয়েছেন, ‘কংগ্রেস পরিষদীয় দলনেতা হিসেবে, গণতন্ত্রকে সম্মান করতেই হবে| কংগ্রেস পরিষদীয় দলনেতা হিসেবে আমি ইস্তফা দিয়েছি| সোনিয়া গান্ধীজির কাছে আমি ইস্তফাপত্র জমা দিয়েছি|’ সিদ্দারামাইয়া আরও জানিয়েছেন, ‘কর্ণাটক বিধাসভার পরিষদীয় দলনেতা হিসেবেও আমি ইস্তফা দিয়েছি|’ উপ-নির্বাচনে পরাজয়ের দায় স্বীকার করে কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন দীনেশ গুণ্ডু রাও|
উপ-নির্বাচনের ফলাফলের উপরই নির্ভরশীল ছিল ইয়েদুরাপ্পা সরকারের ভবিষ্যত্| কারণ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হলে ১৫টি বিধানসভা আসনের মধ্যে অন্তত ৭টি আসনে জিততেই হতো বিজেপিকে| কিন্তু, ১২টি আসনেই জয়ী হল বিজেপি| উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর কর্ণাটকের ১৫টি বিধানসভা আসনে উপ-নির্বাচন হয়েছিল| ভোটগণনা শুরু হয় সোমবার সকাল আটটা থেকে| নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫টি আসনের মধ্যে ১২টি আসনে জয়ী হয়েছে বিজেপি| কংগ্রেস জয়ী হয়েছে দু’টি আসনে এবং একটি আসনে জয়ী হয়েছে নির্দল প্রার্থী| উল্লেখ্য, গত জুলাই মাসে কংগ্রেস-জেডিএস জোট সরকারের ১৭ জন বিধায়ক একসঙ্গে ইস্তফা দিলে তাঁদের সদস্যপদ বাতিল করে দিয়েছিলেন তত্কালীন স্পিকার| পতন ঘটে এইচ ডি কুমারস্বামী সরকারের| ক্ষমতায় আসে বি এস ইয়েদুরাপ্পা সরকার| ওই ১৭টি আসনের মধ্যে ১৫টি আসনে উপ-নির্বাচন হয় গত ৫ ডিসেম্বর| বাকি দু’টি আসনে ভোট হয়নি|

