‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ রাজ্যে সপ্তাহব্যাপী আন্দোলন কর্মসূচী ঘোষণা সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ রাজ্য সরকারের বিরুদ্ধে জনবিরোধী নীতির অভিযোগ এনে টানা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে সিপিএম৷ দলের রাজ্য কমিটির বৈঠকে এই রূপরেখা স্থির করেছেন দলীয় নেতারা৷ মূলত, ত্রিপুরায় ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ সপ্তাহব্যাপী এই আন্দোলনের ঘোষণা করা হয়েছে বলে দাবি করেছেন সিপিএম-এর ত্রিপুরা রাজ্য সম্পাদক গৌতম দাশ৷


এ-বিষয়ে তিনি বলেন, আগামী ১৮ থেকে ২৪ ডিসেম্বর রাজ্যে সপ্তাহব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিচালনায় গোটা দেশ এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পরিচালনায় রাজ্য হাঁপিয়ে উঠেছে৷ এর বিরুদ্ধে গর্জে উঠবে সিপিএম৷


সোমবার সাংবাদিক সম্মেলনে গৌতম দাস জানিয়েছেন, রবিবার রাজ্য কমিটির একদিনের বৈঠক বসেছিল৷ বৈঠকে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে৷ তিনি বলেন, রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর মানুষ কাজ হারাচ্ছেন৷ নতুন কাজ সৃষ্টি হচ্ছে না৷ বরং কেন্দ্রের অনুসরণে বিভিন্ন ক্ষেত্রে বেসরকারীকরণের দিকে এগোচ্ছে রাজ্য৷ শিক্ষাকেও বাদ দিচ্ছে না বিজেপি-আইপিএফটি জোট সরকার৷ তাই, ত্রিপুরার মানুষের এখন নাভিশ্বাস উঠে গেছে৷ তাঁর দাবি, সরকার-বিরোধী মানসিকতা ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে৷


গৌতম দাস অভিযোগ করেন, ২০ মাসে ত্রিপুরায় এমজিএনরেগা এবং টুয়েপ প্রকল্পে শ্রমদিবস বরাদ্দে রাজ্য সরকার চরম ব্যর্থতার নজির স্থাপন করেছে৷ ফলে, মানুষের আয় দিন দিন কমছে৷ তাঁর দাবি, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণেও রাজ্য সরকার কোনও লাগাম টানতে পারছে না৷ উপরন্তু অর্থনৈতিক সংকটের কারণে রাজ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে৷


এদিন তিনি ত্রিপুরার আইন-শৃঙ্খলা নিয়েও প্রশ্ণ তুলেছেন তিনি৷ গৌতমবাবুর অভিযোগ, ত্রিপুরায় এখন থানাগুলি বিভিন্ন অপরাধের ঘটনায় এফআইআর নিতে অস্বীকার করে৷ শুধু তা-ই নয়, রাজনৈতিক প্রভাবে পুলিশ নিজেদের দায়িত্ব পালন করতে পারছে না৷ তাঁর দাবি, জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুসারে ত্রিপুরা অপরাধের তালিকায় শীর্ষস্থানে রয়েছে৷ কারণ, রাজনৈতিক সন্ত্রাস ক্রমাগত ত্রিপুরাকে ক্ষতবিক্ষত করছে৷


এদিকে, নাগরিকত্ব সংশোধনী বিল-এর বিরোধিতা করেছেন সিপিএম রাজ্য সম্পাদক৷ একই সাথে এনআরসি-র বিরোধিতায়ও তিনি সরব হয়েছেন৷ তবে নাগরিকত্ব সংশোধনী বিল-এর বিরোধিতায় বনধকে তিনি সমর্থন করেন না বলে তিনি জানিয়েছেন৷ কারণ, এ-ধরনের বনধ রাজ্যকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে৷