সিএবির বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের ডাক কংগ্রেসের

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.) : বুধবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিলের বিরোধিতা করে দেশজুড়ে ওইদিন বিক্ষোভ দেখাবে কংগ্রেস।

দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জানিয়েছেন, এই বিলের নেতিবাচক দিক তুলে ধরে সাধারণ মানুষকে অবগত করানো উচিত। এই বিলের বিরোধিতা করে গোটা দেশে বিক্ষোভ দেখানো হবে। ইতিমধ্যে সবকটি রাজ্যের প্রদেশ নেতৃত্বকে চিঠি দিয়ে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ করা যেতে পারে সোমবার লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে ৩১১টি ভোট পড়ে। বিপক্ষে যায় ৮০ ভোট।