সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকি কংগ্রেস বিধায়কের

ভোপাল, ৮ ডিসেম্বর (হি.স.) : বিজেপির সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকি দিলেন বায়াওড়ার কংগ্রেস বিধায়ক গোবর্ধন ডাঙ্গি। মধ্যপ্রদেশ পুলিশের কাছে অভিযুক্ত কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করতে চেয়েও হাজির হন প্রজ্ঞা।

পুলিশ সূত্রে খবর, মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে বিষয়ে প্রজ্ঞা ঠাকুরের বিতর্কিত মন্তব্যের জেরেই তাকে ‘জ্বালিয়ে দেওয়ার’ হুমকি দিয়েছিলেন ওই কংগ্রেস নেতা। প্রজ্ঞা ঠাকুর শনিবার রাতে মধ্যপ্রদেশের রাজধানী শহরে কমলা নেহেরু থানায় এসে এক উর্ধ্বতন পুলিশ অফিসারের কাছে অভিযোগ জানান। ভোপালের সাংসদ প্রজ্ঞা ঠাকুর ২৭ নভেম্বর লোকসভায় নাথুরাম গডসে সম্পর্কে মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েন। পরে তিনিও ক্ষমা চেয়েছিলেন। মধ্য প্রদেশের বায়াওড়ার কংগ্রেস বিধায়ক গোবর্ধন ডাঙ্গি প্রজ্ঞা ঠাকুরকে কটূক্তি করে বলেন, “আমরা কেবল তার কুশপুতুলই দাহ করব না, প্রজ্ঞা যদি এখানে আসেন তবে আমরা তাঁকেও পুড়িয়ে ফেলব।” এমন ভয়ঙ্কর হুমকি দেওয়ার জন্য অবশ্য ক্ষমাও চেয়েছেন কংগ্রেসের এই বিধায়ক। এই বিষয়টি নিয়ে কোনও মামলা দায়ের করা হচ্ছে কিনা জানতে চাওয়া হলে অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সাহু বলেন, “আপাতত এখন আমরা প্রজ্ঞাজির সঙ্গে আলোচনা করছি।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *