BRAKING NEWS

তেলেঙ্গানা-এনকাউন্টার : মিশ্র প্রতিক্রিয়া দেশজুড়ে, দাবি উঠল তদন্তের

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): তেলেঙ্গানা-এনকাউন্টার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া গোটা দেশজুড়ে| কেউ বলছেন ধর্ষণ-খুন কাণ্ডে অভিযুক্ত ৪ জনকে খতম করে হায়দরাবাদ পুলিশ পুরোপুরি সঠিক কাজ করেছে, আবার কেউ বলছেন এভাবে সমস্যার সমাধান করা মোটেও সম্ভব নয়| এনকাউন্টারের তদন্তের দাবি তুলেছেন রাজনৈতিক নেতাদের অনেকেই| কিন্তু, অভিযুক্তদের মৃত্যুতেও বহু মানুষ খুশি| হায়দরাবাদ পুলিশের নামে জয়ধ্বনিও উঠেছে।    

পালানিয়াপ্পন চিদম্বরম : তেলেঙ্গানা এনকাউন্টার প্রসঙ্গে পি চিদম্বরম বলেছেন, ‘হায়দরাবাদে আসলে কী হয়েছে সে বিষয়ে আমি অবগত নই| একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি বলতে পারি, তদন্ত হওয়া উচিত| অভিযুক্তরা পালানোর চেষ্টা করেছিল নাকি অন্য কিছু হয়েছিল তা তদন্ত করে দেখা উচিত|’

যোগগুরু বাবা রামদেব : যোগগুরু জানিয়েছেন, ‘পুলিশ যা করেছে, তা অত্যন্ত সাহসী পদক্ষেপ, আমি অবশ্যই বলবো ন্যায়বিচার হয়েছে|’ যোগগুরু বাবা রামদেব আরও বলেছেন, ‘এ বিষয়ে (এনকাউন্টার) আইনি প্রশ্ন ভিন্ন বিষয়, তবে আমি নিশ্চিত দেশবাসী এবার শান্তি পেয়েছে|’

মায়াবতী : তেলেঙ্গানা-এনকাউন্টার প্রসঙ্গে মায়াবতী বলেছেন, ‘উত্তর প্রদেশ ও দিল্লি পুলিশের উচিত হায়দরাবাদ পুলিশকে দেখে উত্সাহিত হওয়া|’ মায়াবতীর কথায়, ‘উত্তর প্রদেশে মহিলাদের প্রতি অপরাধ বেড়েই চলেছে, কিন্তু রাজ্য সরকার ঘুমিয়ে আছে| উত্তর প্রদেশ পুলিশ এবং দিল্লি পুলিশের উচিত হায়দরাবাদ পুলিশকে দেখে উত্সাহিত হওয়া, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল, এখানে অপরাধীদের সঙ্গে অতিথির মতো ব্যবহার করা হয়, উত্তর প্রদেশে এখন জঙ্গলরাজ চলছে|’

মানেকা গান্ধী : এনকাউন্টার প্রসঙ্গে বিজেপি সাংসদ মানেকা গান্ধী বলেছেন, ‘যা হয়েছে, তা এই দেশের জন্য খুবই ভয়ানক| চাইলেই মানুষকে মেরে ফেলা যায় না| আইন নিজের হাতে নেওয়া যায় না, আদালত অভিযুক্তদের ফাঁসির সাজা দিত|’

শশী থারুর : কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন, ‘বিস্তারিত জানার আগেই এনকাউন্টারের নিন্দা করা উচিত নয়|’

ভূপেশ বাঘেল : ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেছেন, ‘কোনও অপরাধী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, পুলিশের কাছে কোনও বিকল্প থাকে না| আমার মতে ন্যায়বিচার হয়েছে|’

রাবড়ি দেবী : তেলেঙ্গানা-এনকাউন্টার প্রসঙ্গে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবী বলেছেন, ‘হায়দরাবাদে যা হয়েছে, তা অবশ্যই অপরাধীদের মধ্যে ভয় তৈরি করবে, আমরা স্বাগত জানাচ্ছি| বিহারেও মহিলাদের প্রতি অপরাধের ঘটনা বেড়ে চলেছে, রাজ্য সরকার নীরব এবং কিছুই করছে না|’

কংগ্রেস সাংসদ হুসেইন দলওয়াই : তেলেঙ্গানা-এনকাউন্টারের তীব্র নিন্দা করে কংগ্রেস সাংসদ হুসেইন দলওয়াই বলেছেন, ‘যা হয়েছে তা সঠিক নয়, সমর্থন করা যায় না| পুলিশ আইন হাতে তুলে নিচ্ছে, তা মোটেও সমর্থন যোগ্য নয়| তদন্ত হওয়া উচিত| কিছু মানুষ চাইছেন এ জন্য এনকাউন্টার সঠিক নয়, কিছু মানুষ গণপিটুনিকেও সমর্থন করছেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *