BRAKING NEWS

লন্ডনে সাংবাদিক সম্মেলনে বরিস জনসনের উচ্ছ্বসিত প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প

লন্ডন, ৩ ডিসেম্বর (হি.স.) : ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রশংসা করলেন আমেরিকান প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প| ন্যাট সম্মেলন ঘিরে সফরকালে মঙ্গলবার লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে বরিস জনসনের উচ্ছ্বসিত প্রশংসা করে ট্রাম্প বলেন, আমি মোটেই ইংলান্ডের নির্বাচনে হস্তক্ষেপ করবো না, বা এ নিয়ে কোনও জটিলতা তৈরি করব না। কিন্তু, আমি মনে করি, প্রধানমন্ত্রী হিসেবে বরিস খুবই দক্ষ, আর আগামীতেও সে খুবই ভালো কাজ করবে।

চলতি মাসের ১২ তারিখে ইংলান্ডের জাতীয় নির্বাচন । এরই মধ্যে দু’দিনব্যাপী ন্যাটো সম্মেলনের আয়োজন করতে হচ্ছে দেশটিকে। এ সম্মেলনে যোগ দিতেই এই মুহুর্তে লন্ডন সফরে রয়েছেন আমেরিকান প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প| আর এই সফরের মধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অনুরোধ উপেক্ষা করে এক প্রকার সেদেশের নির্বাচনে নাক গলালেন ট্রাম্প | এদিন তিনি লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে বরিস জনসনের উচ্ছ্বসিত প্রশংসা করে ট্রাম্প বলেন, আমি মোটেই ইংলান্ডের নির্বাচনে হস্তক্ষেপ করবো না, বা এ নিয়ে কোনও জটিলতা তৈরি করব না। কিন্তু, আমি মনে করি, প্রধানমন্ত্রী হিসেবে বরিস খুবই দক্ষ, আর আগামীতেও সে খুবই ভালো কাজ করবে। শুধু তাই নয়, বরিসের অন্যতম প্রধান নির্বাচনী ইস্যু ব্রেক্সিট বাস্তবায়নের পক্ষেও নিজের সমর্থন ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।  

এদিকে, এদিন আগামীতে লেবার পার্টির জেরেমি করবিন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলে তার সঙ্গে কাজ করতে পারবেন কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি যে কারো সঙ্গে কাজ করতে পারি। কাজ করার ব্যাপারে আমি খুবই সহজ।

উল্লেখ্য, এর আগে সফরকালে ট্রাম্প যেন কোনওভাবেই ইংল্যান্ডের নির্বাচনের ব্যাপারে নাক না গলান, সে জন্য কয়েকদিন আগেই তাকে অনুরোধ জানিয়েছেন বরিস জনসন। সে সময় মার্কিন কর্তৃপক্ষও খুব বড় মুখ করে বলে, অন্য দেশের নির্বাচনে নাক গলানোর কোনো আগ্রহ আমাদের প্রেসিডেন্টের নেই। যে আশঙ্কা করা হচ্ছিল এরই মাঝে তা বাস্তবে পরিণত করেছেন ট্রাম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *